ইতিহাস গড়ল তিলোত্তমা! গঙ্গার নীচে ছুটল মেট্রো

ইতিহাসের পাতায় নিজের নাম আবারও লেখাল তিলোত্তমা। আজই গঙ্গা ভেদ করে ছুটল মেট্রো।

Rupali Das
Rupali Das
ইতিহাস গড়ল তিলোত্তমা! গঙ্গার নীচে ছুটল মেট্রো

ইতিহাসের পাতায় নিজের নাম আবারও লেখাল তিলোত্তমা। আজই গঙ্গা ভেদ করে ছুটল মেট্রো। দেশে প্রথম মেট্রো চলে কলকাতার বুকেই। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই কলকাতার মুকুটে নয়া পালক। এবারও মহানগরেই প্রথম জলের তলা দিয়ে ছুটল মেট্রো। দুটি রেক গঙ্গার নীচে সুড়ঙ্গ পথে মহাকরণ থেকে হাওড়া পর্যন্ত চলল মেট্রো।

আজ বুধবার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল গোটা বাংলা। বহু প্রতীক্ষার পর অবশেষে সত্যি হল গঙ্গার জলের তলায় মেট্রোর যাত্রা। অবশ্য আজ ছিল এর ট্রায়াল। তবে ট্রায়ালে সাফল্যতা অর্জন করেছে মেট্রো। এবার দীর্ঘ সাত মাস ধরে চলবে এর ট্রায়াল। আশা করা যাচ্ছে এই বছরের শেষের দিকেই যাত্রীবাহী মেট্রো ছুটবে গঙ্গার তলা দিয়ে। এবার এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত চলবে ট্রায়াল।

প্রসঙ্গত, এতদিন কলকাতা এবং হাওড়া শুধু সেতু দিয়ে যুক্ত ছিল। এবার থেকে সুড়ঙ্গপথেও যুক্ত হল কলকাতা এবং হাওড়া। হাওড়া ময়দান ভারতের সবচেয়ে গভীরতম মেট্রো হিসেবে বিবেচিত হয়েছে। এখানে মেট্রো প্রায় ৩২ মিটার গভীরে ছুটবে।

আরও পড়ুনঃ  এবার মৌমাছির হূল বিক্রি হবে ৭০ লাখ টাকায়

দুই থেকে ছয়টি কোচ বিশিষ্ট একটি মেট্রো ট্রেন ট্রায়াল রানের অংশ হিসেবে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানের মধ্যে ৪.৮ কিমি ভ্রমণ করবে। উল্লেখযোগ্যভাবে, কলকাতা শহর ১৯৮৪ সালে দেশের প্রথম মেট্রোর উদ্বোধন দেখেছিল। দিল্লি ২০০২ সালে মেট্রো পরিষেবা দেওয়া শুরু করেছিল, কলকাতার চেয়ে অনেক পরে। হুগলি নদীর তলদেশে খোদাই করা টানেলে, মেট্রো রেল ৮০ কিমি/ঘন্টা বেগে চলাচল করবে। নদীর তলদেশের পথটি কভার করতে এক মিনিটেরও কম সময় লাগবে। এই ১৬ কিলোমিটার দীর্ঘ রেললাইনে ১০.৮ কিলোমিটার ভূগর্ভস্থ অংশ রয়েছে।

আরও পড়ুনঃ সেঞ্চুরি হাঁকালো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা

 

Published On: 12 April 2023, 05:34 PM English Summary: Tilottama made history! Metro runs under the Ganges

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters