কৃষিজাগরন ডেস্কঃ গত তিনমাস ধরে দেশে পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। বিশ্ব বাজারে দাম কমেছে অপরিশোধিত তেলের।আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে ৯০ ডলারে পৌঁছেছে। গত সাত মাসে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে সেই দাম। কিন্তু তার ফলে ভরতে পেট্রল ও ডিজেলের খুচরো বিক্রয়মূল্যে কোনও পরিবর্তন হয়নি।
আন্তর্জাতিক বাজারে কাঁচাতেলের দামের ওপর প্রতিদিন পেট্রোল-ডিজেলের মূল্য নির্ধারণ করা হয়। কাঁচা তেলের দাম সমীক্ষা করে জ্বালানির মূল্য নির্ধারণ করে তেল সংস্থাগুলি। বিশ্ব বাজারে দাম কমেছে অপরিশোধিত তেলের। গত সাত মাসে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে সেই দাম। কিন্তু তার ফলে ভরতে পেট্রল ও ডিজেলের খুচরো বিক্রয়মূল্যে কোনও পরিবর্তন হয়নি। কারণ যে সময় বিশ্বে তেলের দাম বৃদ্ধি পাচ্ছিল সেই সময় রাষ্ট্রায়ত্ত খুচরো জ্বালানি সংস্থাগুলি পেট্রল ও ডিজেলে দাম বাড়ায়নি। তাই এখন বিশ্ব বাজারে দাম কমলেও দেশীয় বাজারে জ্বালানির দাম না কমিয়ে গত পাঁচ মাসের ক্ষতি পুষিয়ে নিচ্ছে সংস্থাগুলি। গত ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৯০ ডলারের নিচে নেমেছে। গত ছয় মাসে অপরিশোধিত তেলের এটাই সর্বনিম্ন দাম।
আরও পড়ুনঃ Petrol Diesel Price: শহরে আজ কত টাকায় বিকোচ্ছে পেট্রোল-ডিজেল ? জানুন
বুধবার, IOCL পেট্রোল, ডিজেলের নতুন দর জারি করেছে। এদিনও দিল্লি, মুম্বই-সহ চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দামে কোন বদল করেনি ৷ তবে উত্তরপ্রদেশ ও বিহারে তেলের দামে সামান্য বদল দেখা গিয়েছে ৷
আজ ১৪ সেপ্টেম্বর, ২০২২ দেশের কোন শহরে পেট্রোল-ডিজেলের দাম কত ?
বিহারের রাজধানী পাটনায় আজ পেট্রোলের দাম ৫৬ পয়সা বেড়ে প্রতি লিটার ১০৭ টাকা ৮০পয়সা হয়ে গিয়েছে ৷ ডিজেল ৫৩ পয়সা বেড়ে নতুন দাম হয়েছে ৯৪ টাকা ৫৬ পয়সা ৷ এছাড়া আজ কলকাতা সহ দিল্লি ,মুম্বাই এবং চেন্নাইয়ে আজ পেট্রোল ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি।
প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল এবং ডিজেলের নতুন দাম ধার্য করা হয়। প্রশঙ্গত , প্রতিটি রাজ্যের আঞ্চলিক করের উপর নির্ভর করে পেট্রোল-ডিজেলের দাম নির্ধারিত হয়। জ্বালানি (Fuel) তেল থেকে রান্নার গ্যাস। চাল-ডাল থেকে শাকসবজি, মাছ মাংস। মূল্যবৃদ্ধির জ্বালায় জ্বলছে গোটা দেশের মানুষ। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, কেন দেশীয় বাজারে পেট্রোল-ডিজেলের দামে কোনও তফাত্ হচ্ছে না ? কেন কমছে না জ্বালানি তেলের দাম?
আরও পড়ুনঃআজ কত যাচ্ছে সোনার দাম ? দেখুন এক নজরে
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর হামলা করে রাশিয়া। তারপর থেকেই আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়তে শুরু করে অপরিশোধিত তেলের দাম। কিন্তু বর্তমানে সেই দাম অনেকটা কমলেও, পেট্রোল-ডিজেলের দামে তার প্রভাব পড়েনি। বাজারে গেলেই পকেটে ছ্যাকা খাচ্ছেন মধ্যবিত্ত বাঙালী । তার মধ্যে আবার জ্বালানির মূল্য বৃদ্ধিতে রীতিমত নাজেহাল অবস্থা মধ্যবিত্তের।
আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের দাম এসএমএসের মাধ্যমে চেক করতে,ইন্ডিয়ান অয়েল(IOC) গ্রাহকরা RSP<ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠাতে পারেন।
Share your comments