ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার দুই যুদ্ধবিমান! মৃত্যু এক চালকের

বায়ুসেনার দুই যুদ্ধবিমান ভেঙে পড়ল মধ্যপ্রদেশে। প্রশিক্ষণরত অবস্থায় বিমান দু’টিতে সংঘর্ষ হয় বলে মনে করছে বায়ুসেনা কর্তৃপক্ষ। মাঝ আকাশে ভেঙে পড়ে সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ বিমান। মৃত্যু হয়েছে এক চালকের।

KJ Staff
KJ Staff

কৃষিজাগরণ ডেস্কঃ বায়ুসেনার দুই যুদ্ধবিমান ভেঙে পড়ল মধ্যপ্রদেশে। প্রশিক্ষণরত অবস্থায় বিমান দু’টিতে সংঘর্ষ হয় বলে মনে করছে বায়ুসেনা কর্তৃপক্ষ। মাঝ আকাশে ভেঙে পড়ে সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ বিমান। মৃত্যু হয়েছে এক চালকের।

শনিবার ভারতীয় বায়ুসেনার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'আজ সকালে ভারতীয় বায়ুসেনার দুটি যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়েছে। রুটিন প্রশিক্ষণ মিশনে ছিল দুটি বিমান। যে তিনজন পাইলট দুর্ঘটনার মুখে পড়েছেন, তাঁদের মধ্যে একজনের গুরুতর চোট লেগেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।'

আরও পড়ুনঃ বাংলা শিখতে চান রাজ্যপাল,হাতেখঁড়ি হবে সরস্বতী পুজোয়

মধ্যপ্রদেশের মোরেনাতে শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ এই জোড়া দুর্ঘটনা ঘটে। গোয়ালিয়রে বায়ুসেনার ঘাঁটি থেকে আকাশে উড়েছিল বিমান দু’টি। তাদের প্রশিক্ষণ চলছিল। আকাশে সংঘর্ষের পর দু’টি বিমানই ভেঙে পড়ে।

বিমানের চালকেরা দুর্ঘটনায় আহত হয়েছেন। মৃত্যু হয়েছে এক চালকের। সকাল থেকেই চলছে উদ্ধারকাজ। বিমান দু’টি একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও জানা যায়নি। আহত বিমানচালকেরা হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ কার্টুনকাণ্ডে অবশেষে মুক্তি পেলেন 'দুষ্টু লোক ভ্যানিশ!'-এর স্রষ্টা অম্বিকেশ মহাপাত্র

মধ্যপ্রদেশের মোরেনাতে শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ এই জোড়া দুর্ঘটনা ঘটে। গোয়ালিয়রে বায়ুসেনার ঘাঁটি থেকে আকাশে উড়েছিল বিমান দু’টি। তাদের প্রশিক্ষণ চলছিল। আকাশে সংঘর্ষের পর দু’টি বিমানই ভেঙে পড়ে।

বিমানের চালকেরা দুর্ঘটনায় আহত হয়েছেন। মৃত্যু হয়েছে এক চালকের। সকাল থেকেই চলছে উদ্ধারকাজ। বিমান দু’টি একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও জানা যায়নি। আহত বিমানচালকেরা হাসপাতালে চিকিৎসাধীন।

Published On: 28 January 2023, 03:41 PM English Summary: Two Indian Air Force fighter jets crashed! Death of a driver

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters