টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বাই। সোম ও মঙ্গলবারের পর বুধবারও সকাল থেকে চলে মুষলধারে বৃষ্টি। অবিরাম বৃষ্টির প্রভাব পড়েছে মুম্বাইয়ের ‘জীবনরেখা’ হিসেবে পরিচিত লোকাল ট্রেন চলাচলেও। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায়।
গাড়ির বদলে নৌকা চলছে শহর ও শহরতলির বিভিন্ন জায়গায়। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
জল জমে থাকায় যান চলাচলেও প্রভাব পড়েছে। মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বেধে যায় ব্যাপক যানজট। জলে ডোবা রাস্তায় একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। থানেতে এমনই জলমগ্ন রাস্তায় চলার সময় গর্তে পড়ে যায় একটি বাইক। আরোহী ছিটকে পড়েন রাস্তায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, পকেটে টান মধ্যবিত্ত বাঙালির
বৃষ্টির কারণে লোকাল ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। মধ্য রেলের ট্রেনগুলো গড়ে ১০ মিনিট দেরিতে চলছে। এ কারণে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি), কল্যাণ, কারজাট, কাসরা, পানভেল স্টেশনে ভিড় জমে যায় যাত্রীদের।
আরও পড়ুনঃ বাংলাদেশে বন্যায় ৪ হাজার ৬৮০ হেক্টর ফসলের ক্ষয়ক্ষতি
Share your comments