কৃষিজাগরন ডেস্কঃ 'ভগবানের কৃপায় ও মেডিক্যাল টিমের প্রচেষ্টায় সুস্থ হয়ে উঠছি। বাড়িতে ফিজিওথেরাপি চলছে', ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী।মঙ্গলবার জলপাইগুড়ির সভা সেরে বাগডোগরা যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের কবলে পরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। তাতে হাঁটুর লিগামেন্ট এবং বাঁদিকের হিপ জয়েন্টের লিগামেন্টে চোট পান তিনি।
অসুস্থতার কারণেই বৃহস্পতিবার সকালে ইদের নমাজে উপস্থিত থাকতে পারেননি মমতা। তবে সমাজমাধ্যমে ইদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।ফেসবুক বার্তায় মমতা লিখেছেন, আপনাকে এবং আপনার প্রিয়জনকে ঈদ মোবারক! উল্টা রথ উপলক্ষে, ভগবান জগন্নাথের ঐশ্বরিক আশীর্বাদ সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।
আরও পড়ুনঃ মৃত্যু মিছিল! নিথর দেহের পাশে বাজছে ফোন, দুর্ঘটনার দায় কার?
‘‘আমার সুস্থতার জন্য সকলের শুভকামনায় আমি আন্তরিক ভাবে মুগ্ধ হয়েছি। তিনি আরও লেখেন, সর্বশক্তিমানের দয়া এবং মেডিকেল টিমের নিবেদিত প্রচেষ্টায়, আমি সুস্থ হয়ে উঠছি’’। চোট নিয়ে এখন কালীঘাটের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ “চোর- দুর্নীতিগ্রস্তরা মন্ত্রী” বিজেপিকে তোপ অভিষেকের
বৃহস্পতিবার সকালে বড় মসজিদ, নাখোদা মসজিদে, টিপু সুলতান মসজিদে এবং রেড রোডের নমাজে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু চোটের জন্য নমাজে অংশ নিতে পারেননি তিনি।
Share your comments