কৃষিজাগরন ডেস্কঃ ফের একবার চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩।শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আজ ,শুক্রবার দুপুর ঠিক ২ টো ৩৫ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হবে। আজ নিশন্দেহে ভারতের মহাকাশ বিজ্ঞানের জন্য এক দারুণ গর্বের দিন৷
এর আগে ২০১৯ সালের ২২ জানুয়ারি চন্দ্রযান ২ উৎক্ষেপণ হয় করা হয়েছিল।তবে সেটি সফলভাবে চন্দ্রকক্ষে প্রবেশ করলেও অবতরণের ঠিক আগের মুহূর্তে ল্যান্ডারটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে। সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, তাই ৬১৫ কোটি টাকা খরচ করে ফের নতুন করে গড়ে তোলা হয়েছে চন্দ্রযান ৩।
আরও পড়ুনঃ জল্পনার অবসান! অনন্ত মহারাজকেই রাজ্যসভার প্রার্থী করল বিজেপি
পাশাপাশি আপনি যদি চন্দ্রযান ৩ -র উৎক্ষেপণের পুরো বিষয়টি লাইভ দেখতে চান তবে ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট এবং তাঁদের ইউটিউব চ্যানেলে দেখা যাবে৷এছাড়াও ডিডি ন্যাশানাল চ্যানেলেও এই উৎক্ষেপণ লাইভ দেখা যাবে৷
২৩ আগস্ট চাঁদে সফলভাবে অবতরণ করবে চন্দ্রযান ৩। চাঁদের মাটিতে নেমে দু’সপ্তাহ ইসরোর গবেষণা চলবে। এই চন্দ্রাভিযানের জন্য এলভিএম-৩ লঞ্চ রকেট ব্যবহার করছে ইসরো। মহাকাশে ভারী পেলোড নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য এই রকেট। ৬৪০টন ওজনের এই চন্দ্রযান ৩ তৈরি করতে মোট ৬১৫ কোটি টাকা খরচ হয়েছে।
আরও পড়ুনঃ মুক্ত বাতাসে শ্বাস নিয়ে রাজ্যে ফিরতেই বিস্ফোরক রাজ্যপাল বোস
যদি চন্দ্রযান-৩ সফল ভাবে চাঁদের মাটিতে নামতে পারে তবে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা দেওয়ার নজির গড়বে ভারত। আমেরিকা, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এবং চিনের পর ভারতই হবে সেই দেশ।
Share your comments