কৃষিজাগরন ডেস্কঃ এটা কি ইংল্যান্ড নাকি ? আপনি ইংরেজিতে কথা বলছেন কেন?। কৃষকের মুখে ইংরেজি শুনে এভাবেই বললেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। চতুর্থ কৃষি রোডম্যাপে অংশ নিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী।ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় মঞ্চে একজন মাশরুম চাষী ইংরেজিতে বক্তৃতা দিচ্ছেন।কৃষকের মুখে ইংরেজি শুনে তাঁর বক্তৃতার মাঝেই নিতীশ কুমারকে বলতে শোনা যায়‘আপনি ইংরেজিতে কথা বলছেন। এটা কি ইংল্যান্ড?' সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় ওই ভিডিও।
আরও পড়ুনঃ কৃষকদের জন্য খুশির খবর!প্রকাশিত হল Pm Kisan-এর নতুন তালিকা,আপনার নাম আছে তো ?
লক্ষ্মীসরাইয়ের বাপু সভাঘর অডিটরিয়ামে ছিল সেই অনুষ্ঠান।সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর কোপে পড়েন ব্যবস্থাপনায় স্নাতক অমিত।কারন তিনি বক্তব্য দিচ্ছিলেন সম্পূর্ণ ইংরেজিতে।এতেই মেজাজ হারান নীতিশ।তাকে মাঝপথে থামিয়ে দিয়ে এই তিনি বলে ওঠেন, "চাষবাস সাধারণ মানুষ করেন।আপনাদের এখানে ডাকা হয়েছে পরামর্শ দেওয়ার জন্য।কিন্তু আপনি ইংরেজি বলতে শুরু করেছেন।এটা ভারত।আর এটা বিহার।করোনার সময় মোবাইল দেখতে দেখতে সবাই নিজের ভাষাই ভুলে যাচ্ছেন!"
আরও পড়ুনঃ কৃষি জমিতে চাষের জন্য লাল চন্দনের চারা তৈরি করেছে তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়
মুখ্যমন্ত্রীর এমন আচরনে হকচকিয়ে যান অমিত।পরে অবশ্য নিজেকে সামলে নিয়ে ফের বক্তব্য শুরু করেন তিনি।কিন্তু ফের তাকে থামিয়ে দেন নিতীশ কুমার।কারন তিনি ‘গভর্নমেন্ট স্কিমের’ মতো শব্দ প্রয়োগ করে বসেন।সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে নীতিশ বলেন, ‘এটা কী হচ্ছে? আপনি সরকারি প্রকল্পের মতো শব্দ ব্যবহার করতে পারেন না?’
Share your comments