এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 9 June, 2020 4:00 PM IST

কোভিড ১৯-কে (Covid 19) প্রতিহত করতে দেশব্যাপী শুরু হয় লকডাউন (Lockdown). স্বাভাবিক জনজীবন যেমন তাতে ব্যহত হয়েছে, তেমনই অর্থনীতিও ধাক্কা খেয়েছে৷ যার জেরে চাকরি হারিয়েছেন অনেকে৷ তবে জীবনের সুরক্ষার জন্যই এই লকডাউনের ওপর জোর দেওয়া হয়েছে এবং বারবার করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়ে সচেতন করা হয়েছে৷ আর এমতাবস্থায় এবার আশার আলো দেখাল ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC).

NTPC-তে বিভিন্ন পদে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে৷ সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন দেওয়া হবে কর্মচারীদের৷ ইতিমধ্যে এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এনটিপিসি-এর (NTPC) অফিশিয়াল ওয়েবসাইটে (ntpccareers.net/openings.php) গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে৷

এই আবেদনের শেষ তারিখ আগামী ২২জুন নির্দিষ্ট করা হয়েছে৷ এরপরে কোনও আবেদন গ্রাহ্য করা হবে না৷ কোন কোন পদে চাকরির জন্য আবেদন করতে বলা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা, সেই সঙ্গে অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলিও চলুন দেখে নেওয়া যাক৷

শূন্যপদ সম্পর্কে বিস্তারিত (NTPC Vacancies)-

মোট শূন্যপদ- ২৩

পদের নাম এবং আসন সংখ্যা-

Head of Excavation: ১ টি

Executive (Excavation): ১ টি

Executive (Mine Planning -RQP): ২ টি

Head of Mine Surveyor: ১ টি

Mine Surveyor/Mine Surveyor: ১৮ টি

আবেদনের পদ্ধতি- এনটিপিসি-এর শূন্যপদে যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে চাইলে নীচের পদ্ধতিগুলিতে একবার চোখ রাখতে হবে৷ প্রথমে এনটিপিসি-এর আধিকারিক ওয়েবসাইটে যেতে হবে, (www.ntpc.co.in). এবার হোমপেজে গিয়ে কেরিয়ার ট্যাব-এর ওপর ক্লিক করতে হবে৷ 'Jobs at NTPC'-তে "Click here to view the advertisement/apply"-এ ক্লিক করতে হবে৷ নতুন পেজে 'Apply Online'-এ ক্লিক করতে হবে৷ এরপর অ্যাপ্লিকেশন-টি পূরণ করতে হবে নির্দিষ্ট এবং সঠিক তথ্য দিয়ে৷ এরপর সেটি সাবমিট করে দিতে হবে৷

বেতন সংক্রান্ত তথ্য (Salary Structure)-

Head of Excavation: মাসিক ২,২৭,০০০ টাকা

Executive (Excavation): মাসিক ১,৭০,০০০ টাকা

Executive (Mine Planning -RQP): মাসিক ১,৮৯,০০০ টাকা

Head of Mine Surveyor: মাসিক ১,৮৯,০০০ টাকা

Assistant Mine Surveyor: মাসিক ৫৭,০০০ টাকা

Mine Surveyor: মাসিক ৭৬,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualifications)-

Head of Excavation: এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীর ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে (মেকানিক্যাল/ মাইনিং মেশিনারি, সঙ্গে নির্দিষ্ট ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ 

Executive (Excavation): এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীর ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে (মেকানিক্যাল/ মাইনিং মেশিনারি, সঙ্গে নির্দিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ 

আরও তথ্যের জন্য এবং আবেদন ফি জমা দিতে এনটিপিসি-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেন ইচ্ছুক প্রার্থীরা৷ অফলাইনেও ফি জমা দেওয়া যেতে পারে৷ আবেদনের জন্য লাগবে ছবির স্ক্যান কপি, পে-ইন-স্লিপ এবং বায়ো-ডেটা৷ মনে রাখতে হবে আবেদনের শেষ তারিখ আগামী ২২জুন৷  

বর্ষা চ্য়াটার্জি

আরও পড়ুন-

কম টাকা বিনিয়োগে (Low Investment Business) এই সব ব্যবসায় হবে প্রচুর লাভ

English Summary: Check out the details of the NTPC latest recruitment
Published on: 09 June 2020, 03:55 IST