এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 7 July, 2020 12:10 PM IST

ঝাঁটা, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতোপ্রোতোভাবে যুক্ত৷ বাড়ি, অফিস, স্কুল, রাস্তা সব স্থান পরিষ্কার রাখতে ঝাঁটা একটি অপরিহার্য বস্তু৷ গোটা বিশ্বে তাই ঝাঁটার কদর একই রকমভাবে বজায় রয়েছে৷ প্রাকৃতিক উপকরণেও যেমন ঝাঁটা তৈরি করে বিক্রি করা হয়, তেমনই কৃত্রিম উপকরণেও তা বাণিজ্যিকভাবে তৈরি করা হয়৷ গ্রাম হোক বা শহরে এই ঝাঁটা তৈরির ব্যবসাতে উপার্জন করতে (Broom Making Business) পারেন যে কেউ৷

ভারতে ফুল ঝাঁটার চাহিদা তুঙ্গে থাকলেও, অন্যান্য উপকরণ যেমন, খেজুর পাতা, পাম পাতা, বাঁশ, নারকেলের ছোবড়া প্রভৃতিও ব্যবহার করা হয়ে থাকে ঝাঁটা তৈরির ক্ষেত্রে৷ এটি হাত দিয়ে তৈরি করে থাকেন বহু কারিগর৷ ছোট ঝাঁটা থেকে বড় ঝাঁটা, বিভিন্ন ধরণের ঝাঁটা বাজারে দেখতে পাওয়া যায়৷ কিছুক্ষেত্রে প্লাস্টিকের ঝাঁটাও দেখতে পাওয়া যায়৷ তবে পরিবেশ বান্ধব জিনিসের ব্যবহারের ওপর বারবার জোর দেওয়া হয়েছে এবং পরিবেশ দূষিত যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখা প্রত্যেকের কর্তব্য৷ তাই প্রাকৃতিক উপকরণে তৈরি ঝাঁটা যেমন সহজলভ্য তেমনই এর চাহিদাও অনেক৷

বর্তমানে ঘর পরিষ্কারে অনেকেই আধুনিক প্রযুক্তির শরণাপন্ন হলেও, ঝাঁটা আগের মতোই তার জায়গা ধরে রেখেছে৷ আর এই ঝাঁটা তৈরির ব্যবসা (Broom Making Business) তাই আপনাকে নিরাশ করবে না৷ কঠিন আর্থিক পরিস্থিতিতে উপার্জনের পথ খুলে দিতে পারে৷ এই কাজের জন্য খুব বেশি জায়গারও প্রয়োজন হবে না৷ ৫০ বর্গমিটার জায়গা পেলে তাতেও এই কাজ শুরু করে দেওয়া যেতে পারে৷

ঝাঁটা বেশিরভাগ ক্ষেত্রে হাতে তৈরি করা হলেও, আপনার পুঁজি যদি বেশি থাকে, এবং কম সময়ে বেশি সংখ্যক ঝাঁটা তৈরি করতে চান তাহলে মেশিনের সাহায্য নিতে পারেন৷ আপনি চাইলে অনলাইনে এই মেশিন কিনে নিতে পারেন৷ এবং অন্যান্য বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো এই ঝাঁটাও অনলাইনে বিক্রি করা যেতে পারে৷

আপনি বিভিন্ন ধরণের ঝাঁটা তৈরি করতে পারেন৷ কোন কোন কাঁচামাল (Raw Material) আপনি পাচ্ছেন তার ওপরও বিষয়টি যেমন নির্ভর করছে, আবার কোন ধরণের ঝাঁটার চাহিদা বেশি তাও দেখতে হবে আপনাকে৷ ঝাঁটার প্রধান উপকরণ ছাড়া, প্লাস্টিক টেপ, স্ট্র্যাপিং ওয়্যার, ব্রুম হ্যান্ডেল ক্যাপ প্রভৃতিরও প্রয়োজন হয়৷ বেশিরভাগ ক্ষেত্রে ফুল ঝাঁটাই ব্যবহৃত হয় বাড়িতে৷ তাই কম পুঁজি থাকলে এই ঝাঁটা হাতে তৈরি করে বিক্রির (Broom Making Business) প্রচেষ্টা শুরু করতেই পারেন৷

এই কাজে যেমন পুঁজি বেশি প্রয়োজন হয় না প্রাথমিক ক্ষেত্রে, তেমনই জায়গাও খুব বেশি লাগে না৷ উপরন্তু প্রতি মাসে প্রায় বিনিয়োগ দ্বিগুন বা তার থেকেও বেশি উপার্জনের সুযোগ থাকে৷ তবে শুধু ঝাঁটা তৈরিই নয় তার বিক্রির বিষয়টির ওপরও নজর রাখতে হবে৷ এভাবে আপনি কম সময়ের মধ্যে ঝাঁটা তৈরির ব্যবসা থেকে প্রচুর উপার্জন করতে পারবেন৷

 

আরও পড়ুন- ১০-২০ হাজারের মধ্যে বিনিয়োগে (Low Investment Business) বাড়ি থেকেই ব্যবসা করুন, প্রচুর লাভের সুযোগ

গ্রাম হোক বা শহর নামমাত্র বিনিয়োগে শুরু করুন এই ব্যবসা (Nominal investment, huge profit), মুনাফা হবে প্রচুর

English Summary: earn more by broom making business
Published on: 03 July 2020, 12:17 IST