এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 8 July, 2020 8:22 PM IST

আট থেকে আশি, ফ্যাশনেবল ড্রেস পরতে কে না ভালোবাসে বলুন তো৷ আর উত্তরোত্তর এই ফ্যাশনেবল পোশাকের চাহিদা যেমন বেড়েছে, তেমনই পাল্লা দিয়ে আরও কয়েকটি ব্যবসা বিস্তৃতি লাভ করেছে, যেমন লন্ড্রি, টেলারিং, বোতাম ব্যবসা, এমনই আরও অনেক কিছু৷ আর সেই সঙ্গে কাপড় পরিষ্কার রাখার জন্য কাপড় ধোওয়ার সাবানের ব্যবসাও (Soap Business) ভালো বাজার করছে৷

তাই বর্তমান পরিস্থিতিতে কেউ যদি ব্যবসার পরিকল্পনা করছেন, নিজস্ব কিছু গড়ে তুলতে চাইছেন তাহলে এই কাপড় ধোওয়ার সাবানকে ব্যবসার (Soap Business) মূল হাতিয়ার করে তুলতেই পারেন৷ তবে ব্যবসা শুরু করার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে, জানতে হবে খুঁটিনাটি৷ ভালো-মন্দ জেনে ব্যবসা না শুরু করলে ছোট ব্যবসাতেও ক্ষতি হয়ে যেতে পারে৷ তাই সবদিক বিবেচনা করে ব্যবসা শুরু করুন

কাপড় ধোওয়ার সাবান বিভিন্ন ভাবে তৈরি করা যেতে পারে৷ এর জন্য নানা ধরণের মেশিন-ও বাজারে পাওয়া যায়৷ যেমন সাবান তৈরির উপকরণ মিশ্রণের জন্য মেশিন লাগবে, তেমনই এই সাবানকে ছাঁচে ফেলে তাকে একটা রূপ দেওয়ার জন্যও মেশিনের প্রয়োজন৷ মেশিনের সাহায্যে কম সময়ের মধ্যে বেশি সংখ্যক সাবান আপনি উৎপাদন করতে পারবেন৷

সাবান তৈরির জন্য আপনার একটি সুনির্দিষ্ট স্থান লাগবে৷ মোটামুটি ২৫০ বর্গমিটারের মতো জায়গা পেলে শুরু করা যেতে পারে এই ব্যবসা৷ তবে বড় আকারে ব্যবসায় নামতে চাইলে আপনার পুঁজি থেকে শুরু করে ব্যবসার স্থানও বড় লাগবে৷ প্রায় ২ লক্ষ টাকার মতো পুঁজি থাকলে আপনি এই ব্যবসার (Soap Business) পরিকল্পনা করতে পারেন৷ ক্ষেত্র বিশেষে পুঁজির হেরফের হতে পারে৷ এবং এর পাশাপাশি ছোটখাটো আনুষাঙ্গিক খরচও রয়েছে৷ তাই সেই মতো তৈরি হতে হবে আপনাকে৷

সাবান তৈরির পাশাপাশি আপনাকে নজর দিতে হবে এর প্যাকেজিং-এ৷ আপনি এর কী নাম দেবেন এবং কীভাবে তার প্যাকেজিং এবং মার্কেটিং করবেন তা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে৷ এই প্যাকেজিং আকর্ষণীয় হলে তা ক্রেতার দৃষ্টি আকর্ষণেও সক্ষম হবে৷ আপনার পরিশ্রমের ওপর নির্ভর করছে আপনার উপার্জন এবং লাভ৷

তবে সঠিকভাবে (Soap Business) করতে পারলে মাসে ৪০-৪৫ হাজার টাকা উপার্জন করতে পারবেন আপনি৷ তবে বিভিন্ন ব্যবসা, তা ছোট হোক বা বড়, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ এবং প্রশিক্ষণের সুযোগ থাকলে সেই প্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারলে আপনার উপার্জন যেমন নিশ্চিত হবে তেমনই মুনাফার পথও বিস্তৃত হবে৷ তাই সব ধরণের ব্যবসারই ভালো-মন্দ জেনে পুঁজি বিনিয়োগ করা উচিত৷

আরও পড়ুন- অ্যালোভেরার ব্যবসা (Aloe Vera Business) থেকে হতে পারে লক্ষ টাকার উপার্জন, জানতে হবে খুঁটিনাটি

বাড়িতে বসেই এই ব্যবসা (Broom Making Business) শুরু করুন, মাসের শেষে প্রচুর উপার্জনের সুযোগ

ধূপকাঠির ব্যবসায় (Incense Sticks Business) খুব সহজেই উপার্জন করুন, হয়ে উঠুন আত্মনির্ভর

English Summary: Earn more from profitable soap business
Published on: 08 July 2020, 08:22 IST