অ্যালোভেরার ব্যবসা (Aloe Vera Business) থেকে হতে পারে লক্ষ টাকার উপার্জন, জানতে হবে খুঁটিনাটি

যদি কোনও কৃষক কোনো সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে অ্যালোভেরা চাষ করছেন তাহলে তার মাসিক উপার্জন নিশ্চিত৷ অনেক কৃষক আবার অ্যালোভেরার পাল্প সংস্থাগুলিকে আলাদা করে কাঁচামাল হিসেবে বিক্রি করে৷ এভাবে বিভিন্ন উপায়ে চুক্তিভিত্তিক ব্যবসা (Contractual Business) করা যেতে পারে৷

KJ Staff
KJ Staff
Aloe Vera Cultivation

অ্যালোভেরা বা ঘৃতকুমারী, একটি অতি পরিচিত, এবং প্রয়োজনীয় উদ্ভিদ৷ এটি দেখতে কাঁটাযুক্ত ক্যাকটাসের মতো বা আনারসের উপরিভাগের মতো৷ এই অ্যালোভেরা ঔষধি গুনে ভরপুর, তাই এর চাহিদাও প্রচুর৷ এই অ্যালোভেরার চাষ (Aloe Vera Cultivation) সবরকম জমিতেই হয়, তবে বালি মিশ্রিত দোআঁশ মাটিতে এর চাষ ভালো হয়৷ এর পরিচর্যাতেও বেশি পরিশ্রম কর লাগে তাই অনেকে এর চাষে আগ্রহ প্রকাশ করে থাকেন৷

আমাদের শরীরে যে সব প্রয়োজনীয় উপাদান প্রয়োজন তার অনেকটাই অ্যালোভেরার মধ্যে বিদ্যমান, যেমন ভিটামিন এ, বি ১, , , ১২, ভিটামিন ই, এছাড়া খনিজ, অ্যামিনো অ্যাসিড প্রভৃতি৷

Aloe Vera Benefits

অ্যালোভেরা (Benefits of Aloe Vera) আমাদের শরীরের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে৷ এটি, হজমশক্তি বৃদ্ধি করতে, ডায়াবেটিস প্রতিরোধ করতে, হার্ট সুস্থ রাখতে, মাংসপেশী ও জয়েন্টের ব্যথা প্রতিরোধে, দাঁতের যত্নে, মুখের দূরগন্ধ দূর করতে, চুল সুন্দর করতে, মুখের ঘা সারাতে, ওজন হ্রাস করতে, ত্বকের যত্নে, রোগ-প্রতিরোগ ক্ষমতা বৃদ্ধিতে প্রভূত সাহায্য করে৷ এছাড়া রূপচর্চাতেও অ্যালোভেরার চাহিদা তুঙ্গে৷ তাই এই অ্যালোভেরার চাষ করতেই পারেন৷ সঠিকভাবে করতে পারলে প্রচুর মুনাফা অর্জনও সম্ভব৷

অনেক কৃষক অ্যালোভেরার পাল্প সংস্থাগুলিকে আলাদা করে কাঁচামাল হিসেবে বিক্রি করে৷ কেউ কেউ চুক্তিভিত্তিক ব্যবসা (Contractual Business) করে থাকেন৷ এক একর জমিতে অ্যালোভেরা চাষ থেকে ৫-৭ লক্ষ টাকা উপার্জন হতে পারে৷ তবে আপনার উপার্জন এবং মুনাফা নির্ভর করছে আপনি কোন স্তরে এই ব্যবসা করতে চাইছেন তার ওপর৷

Aloe Vera Business

তবে এই চাষে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে কৃষককে৷ এই অ্যালোভেরার চাষে বেশি পরিশ্রম করতে না হলেও, কিছু বিষয় নজরে রাখা প্রয়োজন৷ যেমন বর্ষাকালে বা শীতকালে অ্যালোভেরা চাষে জলের খুব বেশি প্রয়োজন হয় না, অন্যদিকে গরমে দু সপ্তাহ অন্তর একবার করে জলসেচ আবশ্যিক৷ কিন্তু জমিতে যেন জল দাঁড়িয়ে না যায় সেটাও দেখতে হবে৷

বাজারে চাহিদার কথা মাথায় রেখে অ্যালোভেরা চাষে কৃষকদের লাভ হতে পারে৷ তবে এর জন্য লাইসেন্স পেতে হবে৷ তারপরে ব্যবসার কাজ শুরু করতে পারবেন৷ এছাড়া প্রশিক্ষণ নিয়ে বা অভিজ্ঞতা রয়েছে অ্যালোভেরা চাষ এবং ব্যবসায় (Aloe Vera Business), এমন কোনও ব্যক্তির পরামর্শও গ্রহণ করতে পারেন৷ 

 

আরও পড়ুন- রসুন প্যাকিং ব্যবসাতে (Garlic Packing Business) কৃষকেরা অতিরিক্ত উপার্জন করতে পারেন

সেরা ৫ কৃষি ব্যবসা (Agriculture Business Ideas), রয়েছে প্রচুর লাভের সুযোগ

বাঁশের বোতলের ব্যবসায় (Profitable Business) প্রচুর উপার্জন করুন, রয়েছে লোনের সুবিধা

Published On: 04 July 2020, 06:08 PM English Summary: Aloe Vera business will be profitable for you

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters