বর্তমান সময়ে আর্থিক অনটনের থেকে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন বহু মানুষ৷ আর এক্ষেত্রে তাঁরা বেছে নিয়েছেন ব্যবসার পথ৷ আত্মনির্ভর হওয়ার পাশাপাশি নিজস্ব কিছু করার ওপরেই জোর দিচ্ছেন অনেকে৷ আর তা নিজেদের পুঁজি অনুযায়ী শুরু করছেন৷ যাঁর বিনিয়োগের ক্ষমতা বেশি তিনি বড় স্তরে ব্যবসা শুরু করছেন এবং যাঁর বিনিয়োগ ক্ষমতা কম এবং ব্যবসা সংক্রান্ত ধারণাও কম তাঁরা প্রাথমিকভাবে ছোট স্তরেই (Low Investment Business) ব্যবসাতে হাত লাগাচ্ছেন৷
প্যানডেমিক পিরিয়ডে, লকডাউনে অনেকেই চাকরি হারিয়েছেন বা ছেড়েছেন৷ কিন্তু এমতাবস্থায় হতাশ হলে চলবে না৷ পুঁজি কম যাদের তারা কী কী ব্যবসা প্রাথমিক স্তরে শুরু করতে পারবেন তারই ধারণা দেওয়া হল এই প্রতিবেদনে৷ মহিলা-পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্করাই এই ব্যবসা দিয়ে উপার্জন করতে পারেন৷ মোটামুটি ১০-২০ হাজার টাকার মধ্যে পুঁজি থাকলে নীচের ব্যবসাগুলি করার কথা ভাবতে পারেন৷
হাতে তৈরি গয়নার ব্যবসা-
বাড়ির মধ্যে থেকে কম পুঁজি বিনিয়োগে সহজে যে ব্যবসা শুরু করতে পারেন তা হল গয়না তৈরির ব্যবসা৷ এক্ষেত্রে আপনি কানের দুল, গলার হার, বিভিন্ন ধরণের অলঙ্কার তৈরি করতে পারেন বাড়িতে বসেই৷ অনলাইন থেকে যেমন এই ধরণের গয়না তৈরির ধারণা পেতে পারেন, তেমনই অনলাইনে বিক্রিও করতে পারেন হাতে তৈরি গয়না৷ বর্তমানে দোকানে গিয়ে এসব কেনাকাটার থেকে অনলাইনেই বেশিরভাগ অর্ডার দেওয়া হয়৷ সুতরাং এই ব্যবসা করার কথা আপনি ভাবতেই পারেন৷ দোকান থেকে কাঁচামাল কিনে বাড়িতেই এসব তৈরি করে নিন৷
পোশাকে ডিজাইন করার ব্যবসা-
বাড়িতে বসে আরও একটি সহজ ব্যবসা হল পোশাকে বিভিন্ন ডিজাইন, সেলাই, প্রিন্টিং করে তা বিক্রি করা৷ মোটামুটি ২০ হাজার টাকার মতো পুঁজি থাকলে আপনার এই ব্যবসা ভালো করে শুরু করতে সুবিধা হবে৷ শুধু পোশাকই নয়, বিছানার চাদর, পর্দা, ফুলদানি-এসবের ওপরও পেন্টিং করে বাড়ির সাজসজ্জার জিনিস তৈরি করে বিক্রি করতে পারেন৷
বোতাম তৈরির ব্যবসা-
পোশাকের পাশাপাশি আনুষাঙ্গিক ব্যবসাও করতে পারেন, যেমন বোতাম তৈরির ব্যবসা (Button Making Business). একটু অবাক হলেও কম পরিশ্রমে এই ব্যবসা আপনাকে উপার্জনের পথ দেখাতে পারে৷ বস্ত্রশিল্পের (Garments Industry) সঙ্গে এই ব্যবসা ওতোপ্রোতোভাবে যুক্ত৷ বাজারে বিভিন্ন ধরণের বোতামের চাহিদা রয়েছে৷ প্লাস্টিকের বোতাম, কাপড়ের বোতাম, স্টিলের বোতাম, কাঠের বোতাম, প্রভৃতি৷ আপনি নিজের সুবিধা মতো এই বোতাম তৈরি করতে পারেন৷
আর যাদের পুঁজি একটু বেশি, মোটামুটি ৫০-৭০ হাজার টাকা তারা টি-শার্ট প্রিন্টিং ব্যবসাও করতে পারেন৷ তবে এই ব্যবসা শুরুর আগে আপনার প্রয়োজন হবে, প্রিন্টার, হিট প্রেস, কম্পিউটার, কাগজ, টি-শার্ট প্রভৃতি৷ অথবা তৈরি করতে পারেন ইউনিফর্ম৷ স্কুল, হাসপাতাল, কলেজ, যে কোনও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারলে উপার্জন নিশ্চিত হয়ে যাবে৷ আর প্রাথমিক ভাবে এতে কম পুঁজি বিনিয়োগ করেই কাজ শুরু করে দিতে পারবেন৷ তবে এর জন্য সহায়কের প্রয়োজন হতে পারে৷ একা এই ব্যবসা শুরু করা পরিশ্রমসাধ্য৷
আরও পড়ুন- বিনিয়োগ ছাড়াই (Zero Investment Business) মহিলারা বাড়ি থেকে করুন ব্যবসা, প্রচুর লাভের সুযোগ
গ্রামে কম পুঁজিতে ব্যবসা (Business at Village) করতে চাইছেন? তাহলে এই তালিকা দেখে নিন