'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার
Updated on: 16 June, 2021 3:03 PM IST
Bricks (Image Credit - Google)

রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরী হচ্ছে "ফ্লাই অ্যাশ ব্রিক" | তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাই থেকে তৈরী হচ্ছে ইঁট | ছাই থেকেও সৃষ্টি হচ্ছে প্রয়োজনীয় সম্পদ | 

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত এই ছাই অতি দূষিত পদার্থ হিসাবে পরিচিত | বর্তমানে এই ছাই থেকে ইঁট তৈরী করে দূষণ নিয়ন্ত্রণ অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব হয়েছে | সুতরাং, পরিবেশ দূষণের হার কমছে সমানতালে |

কোন প্রকল্পের দ্বারা চলছে এই কাজ (Scheme Details):

মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের সঙ্গে অন্যান্য প্ৰকল্প ও বিভাগের সমন্বয় ঘটিয়ে এই কাজ চলছে | গড়ে উঠছে ইঁট উৎপাদন কেন্দ্রগুলি | এতে গ্রামীণ অর্থনীতির উন্নতিও ঘটছে ব্যাপকভাবে | ইঁট ভাটা কেন্দ্রগুলিতে কাজ পাচ্ছেন বহু পুরুষ ও মহিলারা | খেতে খাওয়া দিনমজুররা খুবই উপকৃত হয়েছেন | এই লকডাউনে কর্মসংস্থানের জন্য তাদের বিভিন্ন জায়গায় দৌড়াতে হয়েছে | বর্তমানে, পঞ্চায়েত ও পঁচায়েত সমিতির যৌথ উদ্যোগে এই ফ্ল্যাশ ব্রিক কেন্দ্র গড়ে ওঠায় ওয়েনকের কাজের সুযোগ হয়েছে | প্রায় ৩০-৪০ জন দিনমজুর কাজ করার সুযোগ পেয়েছেন | ফলত, অর্থনৈতিক দিক থেকে তারা উন্নত হচ্ছেন |

কোথায় কোথায় চলছে এই কাজ (Places)?

ইতিমধ্যেই বাঁকুড়া, নদীয়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানের অনেক জায়গায় সাফল্যের সাথে চলছে এই ইঁট ভাটা ইউনিটগুলো| দূষণ নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে চলছে কর্মসংস্থানের নয়া প্রসার | এই দুই এর যুগলবন্দী এই প্রকল্পকে সাফল্যময় করে তুলছে| এইসব জেলার সাধারণ মানুষ থেকে গৃহবধূ এমনকি বেকার যুবকদের রোজগারের এক নতুন পথ খুলে গেছে |তাপবিদ্যুতের এই ছাইকে কাজে লাগিয়ে ইঁট নির্মাণের এই প্রকল্প সত্যি অসাধারণ | বহু মানুষ নিজেদের ছোট বাড়ি বানানোর কাজে কম খরচে এই ইঁট কাজে লাগাচ্ছে | এতে, মানুষে স্বল্প ব্যয়ে চাহিদা মিটছে অনায়াসে |

আরও পড়ুন - 7th Pay Commission: কেন্দ্রের সরকারী কর্মচারীরা চাকরি চলাকালীন মৃত্যুতে NPS বা OPS -র সুবিধা পাবেন

কেন এই ইঁটের চাহিদা বেশি?

সর্বোপরি, ফ্লাই অ্যাশ ইঁটের দাম অন্যান্য ইঁটের তুলনায় অনেকটাই কম | দাম কম হওয়ায় এই ইঁটের চাহিদাও খুব বেশি| "মিশন নির্মাণ বাংলা-র অধীনে" শৌচাগার ও অন্যান্য প্রকল্প গড়ে তোলার জন্য এই ইঁট বহুল পরিমানে ব্যবহৃত হচ্ছে | শুধু সরকারি নয়, বিভিন্ন বেসরকারি উদ্যোগেও ব্যবহৃত হচ্ছে এই ইঁট | 

নিবন্ধ : রায়না ঘোষ 

আরও পড়ুন - Mango Farming: আম উৎপাদনে বিশ্বে শীর্ষ দশে "বাংলাদেশ"

English Summary: Fly Ash Bricks: Bricks are being made from the ashes of thermal power plants
Published on: 16 June 2021, 01:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)