'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 16 June, 2020 5:48 PM IST

ফের চাকরির সুযোগ (Government Jobs). এবার প্রতিরক্ষা মন্ত্রকে (Defence Ministry) প্রচুর শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে৷ এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ ২৬ জুন, ২০২০৷ সময়ের পরে আবেদন করলে তা গ্রাহ্য করা হবে না৷

কোভিড ১৯-কে প্রতিহত করতে দেশব্যাপী শুরু হয় লকডাউন৷ স্বাভাবিক জনজীবন যেমন তাতে ব্যহত হয়েছে, তেমনই অর্থনীতিও ধাক্কা খেয়েছে৷ যার জেরে চাকরি হারিয়েছেন অনেকে৷ তবে জীবনের সুরক্ষার জন্যই এই লকডাউনের ওপর জোর দেওয়া হয়েছে এবং বারবার করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়ে সচেতন করা হয়েছে৷ আর এমতাবস্থায় দশ বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণদের জন্য এ এক ঘুরে দাঁড়ানোর সুযোগ বলাই যায়৷

যারা যারা যোগ্য প্রার্থী তারা অবশ্যই এই প্রতিবেদনটি ভালো করে পড়ে দেখুন৷ বিভিন্ন পদ, পদ অনুযায়ী আবেদনের পদ্ধতি, বয়সসীমা এমনই খুঁটিনাটি বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে৷

মোট শূন্যপদের সংখ্যা- ৫৪

শূন্যপদে নাম-

স্টেনো II (Steno-II)- ২

ওয়ার্ড সহায়িকা (Ward Sahayika)- ১৭

চৌকিদার (Chowkidar)- ১

সাফাইওয়ালা (Safaiwala)- ৫

নাপিত (Barber)- ২

কুক (Cook)- ২

সাফাইওয়ালি (Safaiwali)- ৬

দর্জি (Tailor)- ২

ট্রেডম্যান মেট (Trademan Mate)- ৩

মালি (Malli)- ৭

ওয়াশারম্যান (Washerman)- ৫

পেন্টার (Painter)- ১

কারপেন্টার (Carpenter)- ১

শিক্ষাগত যোগ্যতা (Education Eligibility)-

ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করতে চাইলে তাদের স্বীকৃত স্কুল থেকে দশম, দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে৷

বয়স সীমা (Age Limit)- জেনারেল ক্যাটিগরির (General Category) প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ এবং সর্বাধিক ২৫ বছর৷

ওবিসি প্রার্থীদের (OBC Category) বয়স কমপক্ষে ১৮ এবং সর্বাধিক ২৮ বছর নির্ধারন করা হয়েছে৷ 

এসসি, এসটি (SC/ST Category) প্রার্থীদের বয়স কমপক্ষে ১৮ এবং সর্বাধিক ৩০ বছর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে৷ 

মাসিক বেতন (Monthly Salary)- এই পদে আবেদন করছেন যে প্রার্থীরা তাদের মাসিক বেতন ১৮,০০০-২৫,০০০ টাকা পর্যন্ত নির্ধারন করা হয়েছে৷

কীভাবে আবেদন করবেন (How to Apply)? এই পদগুলিতে আবেদন করতে হলে প্রার্থীদের https://mod.gov.in/ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র (Application Form) ডাউনলোড করে সেই ফর্ম ভর্তি করতে হবে সঠিক তথ্য দিয়ে৷ আবেদন জমা দেওয়ার সময়ের মধ্যেই সেই ফর্ম বা আবেদন পত্র পাঠিয়ে দিতে হবে৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- প্রচুর টাকার চাকরির সুযোগ, এনটিপিসি-তে (NTPC Recruitment) আবেদনের খুঁটিনাটি

English Summary: Here is the details of government jobs
Published on: 16 June 2020, 05:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)