ফের চাকরির সুযোগ (Government Jobs). এবার প্রতিরক্ষা মন্ত্রকে (Defence Ministry) প্রচুর শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে৷ এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ ২৬ জুন, ২০২০৷ সময়ের পরে আবেদন করলে তা গ্রাহ্য করা হবে না৷
কোভিড ১৯-কে প্রতিহত করতে দেশব্যাপী শুরু হয় লকডাউন৷ স্বাভাবিক জনজীবন যেমন তাতে ব্যহত হয়েছে, তেমনই অর্থনীতিও ধাক্কা খেয়েছে৷ যার জেরে চাকরি হারিয়েছেন অনেকে৷ তবে জীবনের সুরক্ষার জন্যই এই লকডাউনের ওপর জোর দেওয়া হয়েছে এবং বারবার করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়ে সচেতন করা হয়েছে৷ আর এমতাবস্থায় দশ বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণদের জন্য এ এক ঘুরে দাঁড়ানোর সুযোগ বলাই যায়৷
যারা যারা যোগ্য প্রার্থী তারা অবশ্যই এই প্রতিবেদনটি ভালো করে পড়ে দেখুন৷ বিভিন্ন পদ, পদ অনুযায়ী আবেদনের পদ্ধতি, বয়সসীমা এমনই খুঁটিনাটি বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে৷
মোট শূন্যপদের সংখ্যা- ৫৪
শূন্যপদে নাম-
স্টেনো II (Steno-II)- ২
ওয়ার্ড সহায়িকা (Ward Sahayika)- ১৭
চৌকিদার (Chowkidar)- ১
সাফাইওয়ালা (Safaiwala)- ৫
নাপিত (Barber)- ২
কুক (Cook)- ২
সাফাইওয়ালি (Safaiwali)- ৬
দর্জি (Tailor)- ২
ট্রেডম্যান মেট (Trademan Mate)- ৩
মালি (Malli)- ৭
ওয়াশারম্যান (Washerman)- ৫
পেন্টার (Painter)- ১
কারপেন্টার (Carpenter)- ১
শিক্ষাগত যোগ্যতা (Education Eligibility)-
ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করতে চাইলে তাদের স্বীকৃত স্কুল থেকে দশম, দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে৷
বয়স সীমা (Age Limit)- জেনারেল ক্যাটিগরির (General Category) প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ এবং সর্বাধিক ২৫ বছর৷
ওবিসি প্রার্থীদের (OBC Category) বয়স কমপক্ষে ১৮ এবং সর্বাধিক ২৮ বছর নির্ধারন করা হয়েছে৷
এসসি, এসটি (SC/ST Category) প্রার্থীদের বয়স কমপক্ষে ১৮ এবং সর্বাধিক ৩০ বছর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে৷
মাসিক বেতন (Monthly Salary)- এই পদে আবেদন করছেন যে প্রার্থীরা তাদের মাসিক বেতন ১৮,০০০-২৫,০০০ টাকা পর্যন্ত নির্ধারন করা হয়েছে৷
কীভাবে আবেদন করবেন (How to Apply)? এই পদগুলিতে আবেদন করতে হলে প্রার্থীদের https://mod.gov.in/ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র (Application Form) ডাউনলোড করে সেই ফর্ম ভর্তি করতে হবে সঠিক তথ্য দিয়ে৷ আবেদন জমা দেওয়ার সময়ের মধ্যেই সেই ফর্ম বা আবেদন পত্র পাঠিয়ে দিতে হবে৷
বর্ষা চ্যাটার্জি
আরও পড়ুন- প্রচুর টাকার চাকরির সুযোগ, এনটিপিসি-তে (NTPC Recruitment) আবেদনের খুঁটিনাটি