Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 27 July, 2020 7:53 AM IST
Unique Business Idea

ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব, কমছে কাজের সংস্থান। এজন্য অনেকেই এখন ব্যবসায় আগ্রহ দেখাচ্ছেন। অনেকেই ভেবে পান না কোন ব্যবসায় কম বিনিয়োগে বেশী লাভ করা যায়। আজ আপনাদের জন্য রয়েছে কয়েকটি ব্যবসায়িক ধারণা, এই ব্যবসাগুলি আপনার জন্য লাভজনক হিসাবে প্রমাণিত হবে। এই ব্যবসায় নেই লোকসানের কোন চিন্তা, অল্প দিনে খুব সহজেই ব্যক্তি প্রচুর লাভ করতে পারবেন। সবচেয়ে বড় কথা হল, নারী-পুরুষ উভয়েই যে কোন জায়গাতেই শুরু করতে পারেন এই ব্যবসা। দেখে নিন কীভাবে করবেন এই ব্যবসা।

পণ্যসামগ্রীর দোকান (General Store)

গাড়ি রিপেয়ারিং-এর ব্যবসা করতে না চাইলে আপনি নিজস্ব দোকান খুলতে পারেন, যেখানে পণ্যসামগ্রীর ব্যবসা আপনি করতে পারবেন৷ জেনারেল স্টোরে আপনি আপনার পুঁজি অনুযায়ী এবং গ্রামের চাহিদার কথা মাথায় রেখে পণ্যসামগ্রী রাখতে পারবেন৷ এতে আপনার বিক্রি ভালো হবে৷ সঠিকভাবে করতে পারলে এর থেকে আপনি প্রায় ৫০-৬০ হাজার টাকা উপার্জন করতে পারবেন৷

কসমেটিকস্-এর দোকান (Cosmetic shop) -

কসমেটিকস্-এর জন্য গ্রামের মহিলাদের অনেকক্ষেত্রেই শহরের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়৷ সকলেই অনলাইনে অর্ডার করার মতো সুযোগও পান না৷ তাই এক্ষেত্রে আপনি চাইলে গ্রামে কসমেটিকস্-এর দোকান খুলতে পারেন৷ মহিলাদের থেকে অর্ডার নিয়ে, তাদের পছন্দমতো বা যে জিনিস বেশি বিক্রি হচ্ছে তা আরও বেশি করে এনে রাখতে পারেন নিজের এই দোকানে৷ কসমেটিকস্-এর চাহিদা সারাবছরই থাকে৷ এবং এই ব্যবসা করে অনেকে মাসে উপার্জনের পাশাপাশি প্রচুর লাভের মুখও দেখেন৷

সবজি কেনা-বেচার ব্যবসা (Grain Purchase Sales Business) -

গ্রামে এই সবজি কেনা-বেচার ব্যবসা লাভজনক হতে পারে৷ এতে বেশি বিনিয়োগের প্রয়োজন হয় না৷ তবে এর জন্য একটি গোডাউনের প্রয়োজন পড়বে৷ যেখানে আপনি সবজি ঠিকভাবে রাখতে পারবেন৷ তবে অবশ্যই তা যেন নষ্ট না হয়ে যায় সহজে সেই ব্যবস্থাও করতে হবে আপনাকে৷

Profitable Business

ফোটোকপি এবং ফটোগ্রাফির ব্যবসা (Photocopy & Photography Business) -

গ্রামে আপনি ফটোকপি এবং ফটোগ্রাফির দোকান খুলতে পারেন৷ তবে এই ব্যবসা শুরু করার জন্য ফটোগ্রাফি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক৷ সেই সঙ্গে ভিডিওগ্রাফি শিখে, সেই ব্যবসাও শুরু করতে পারেন একইসঙ্গে৷ বিভিন্ন অনুষ্ঠানে এই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির প্রচুর চাহিদা রয়েছে শহর থেকে গ্রাম সর্বত্র৷ তাই এই ব্যবসা আপনাকে নিরাশ করবে না৷ আর এতে উপার্জন ভালো হয়৷ গ্রামে যুবকরা তাই নিজস্ব ব্যবসা শুরু করে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন৷

ট্রাভেল এজেন্সি (Travel Agency) -

অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে হলে ফ্লাইট, রেল আর বাসের টিকিট বুকিংয়ের ব্যবসার কথা ভাবতে পারেন। ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন। এই ব্যবসায় প্রয়োজন কম্পিউটার, ইন্টারনেট আর এজেন্ট হওয়ার জন্য অনুমতি। বাড়িতে বসে স্বল্প মূলধনে ব্যবসা করতে চাইলে সব থেকে সহজ উপায় হল হোস্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। প্রাথমিক বিনিয়োগের পরিমাণ নির্ভর করে হোস্ট এজেন্সির উপর কিন্তু তা ১০ হাজার টাকার মধ্যে রাখা সম্ভব। 

কাস্টমাইজড গয়না তৈরি (Customized Jewelry Making) -

নতুন ধরণের গয়না তৈরি করুন, অভিনবত্ব আনুন গয়নার ডিজাইন, স্টাইল আর উপকরণে। অনলাইনে ব্যবসা করুন। ১০ হাজার টাকায় এই ব্যবসা শুরু করতে পারবেন। এই ধরণের গয়না তৈরির উপকরণ সহজেই পাওয়া যায় কলকাতার বিভিন্ন বাজারে। পছন্দ মতো উপকরণ সংগ্রহ করে বাড়িতে বসে সহজেই বানিয়ে ফেলুন গয়না।

Image Source - Google

Related Link - বাড়িতে বসে শুরু করুন এই ব্যবসা আর উপার্জন করুন অতিরিক্ত মুনাফা

কোভিড-১৯ এবং আম্ফান ঘূর্ণিঝড়ের মধ্যেও পাটচাষীদের জন্য আশার আলো: আইসিএআর-ক্রাইজাফ (ICAR-CRIJAF) দ্বারা পাট পচানোর গবেষণায় যুগান্তকারী সাফল্য অর্জন

(Government job notification) দশম/দ্বাদশ শ্রেণী উত্তীর্ণদের জন্য সুখবর, সরকারি চাকরির বিজ্ঞপ্তি

English Summary: Low investment profits high, unique business idea for 2020
Published on: 27 July 2020, 07:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)