খাদি গ্রাম শিল্প কমিশন অনুসারে, বাজারে একটি ৭৫০ মিলি বাঁশের বোতলের দাম ৩০০ টাকা থেকে শুরু হয়। আজকাল বাজারে এই বোতলগুলির প্রচুর চাহিদা রয়েছে। কোন ব্যক্তি চাইলে ন্যাশনাল ব্যাম্বু মিশনের ওয়েবসাইট থেকে বাঁশের বোতল বা অন্যান্য আইটেম তৈরির প্রশিক্ষণও পেতে পারেন।
প্লাস্টিকের জেরে পরিবেশ দূষণের (Global Warming) বিষয়ে যারা অবগত তারা ইতিমধ্যেই এর বিকল্পের পথে হাঁটছেন৷ আর এই বিকল্প হিসেবে নিজের শক্তপোক্ত জায়গা করে নিয়েছে বাঁশ৷ বর্তমানে বাঁশের তৈরি বিভিন্ন জিনিসের চাহিদা রয়েছে তুঙ্গে৷ আর তাই এই সব জিনিস তৈরি এবং বিক্রিও বেড়েছে বহুগুন৷ এই প্রতিবেদনে বাঁশের তৈরি জিনিসপত্রের ব্যবসা (Bamboo Business) নিয়েই তুলে ধরা হল৷
বাঁশের তৈরি বোতল, কাপ-প্লেট, চামচ, কাঁটা, বাটি, থালা প্রভৃতি নানা ধরণের জিনিসের জনপ্রিয়তা চোখে পড়ার মতো৷ শুধু দেশেই নয়, বিদেশেও ভারতে তৈরি এই সব জিনিসের চাহিদা প্রচুর৷ অনলাইনেও বাঁশের থেকে তৈরি জিনিস (Online Profitable Business) ক্রেতারা কিনে থাকেন৷ বর্তমান সময়ে কম সময়ে লাভ করার ইচ্ছে থাকলে (পরিবেশকে দূষিত না) করে এই ব্যবসা শুরু করে দিতে পারেন৷ এই ব্যবসা করতে মুদ্রা লোনেরও সাহায্য পেতে পারেন৷
বাঁশের বোতল, থালা-বাসন- পরিবেশ দূষণ কমাতে বাঁশের তৈরি জিনিসের চাহিদা বেড়েছে৷ বাঁশের থেকে বাড়িতে, বা অফিসে, স্কুল-কলেজে নিত্য প্রয়োজনীয় জিনিস যতটা সম্ভব বাঁশের তৈরির চেষ্টা করা হচ্ছে৷ শহর থেকে গ্রাম, সর্বত্রই প্লাস্টিক সম্পর্তে সচেতনতা বেড়েছে, ফলে বিকল্প জিনিসের চাহিদাও বাড়ছে৷
যদি আপনি ৭৫০ বাঁশের বোতল কনিছেন বাজার থেকে তাহলে তার মূল্য প্রায় ৩০০ টাকা দিতে হয়৷ কারণ বাজারে উত্তরোত্তর এর চাহিদা বৃদ্ধি এর দামেও প্রভাব ফেলছে৷ এটি শরীরের পক্ষেও যেমন ভালো, তেমনই দেখতেও সুন্দর৷ জাতীয় বাঁশ মিশন-এর ওয়েবসাইট থেকে এ সম্পর্কে প্রশিক্ষিত হতে পারেন৷
তবে বাঁশের এই ব্যবসায় পুঁজি (Investment in Business) বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরণের প্রয়োজন হয়৷ যেমন বাঁশের অলঙ্কার তৈরির জন্য প্রায় ১৫ লক্ষের মতো পুঁজি প্রয়োজন হতে পারে৷ ধূপের ব্যবসার জন্য ২০ লক্ষ টাকা পুঁজির প্রয়োজন হতে পারে৷ এর হেরফেরও হতে পারে৷ তবে আপনি এই ব্যবসা ছোট স্তরে না বড় স্তরে করতে চাইছেন, তার ওপর নির্ভর করছে সবটা৷
এছাড়া যারা বাদ্যযন্ত্র (Instruments from Bamboo) তৈরির ব্যবসার সঙ্গে নিযুক্ত, তারা বাঁশকে ভালোভাবেই ব্যবহার করতে পারেন এক্ষেত্রে৷ পরিবেশ বান্ধব এইসব জিনিসপত্রের চাহিদা সারাবছরই থাকে, তাই লাভজনক ব্যবসা হিসেবে ক্রমশই এটি নিজের জায়গা করে নিচ্ছে৷
আরও পড়ুন - Jan Aushadhi Kendra – সরকারি সহায়তায় শুরু করুন জনৌষধি কেন্দ্রের ব্যবসা আর আয় করুন প্রচুর অর্থ
বর্তমানে লকডাউন এবং করোনা ভাইরাসের (Covid 19) কারণে অনেকেই যেখানে আর্থিক দিক থেকে ধাক্কা খেয়েছেন তারা হতাশ না হয়ে বিকল্প পথ হিসেবে ব্যবসার পরিকল্পনা করতে পারেন৷
প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন -
আরও পড়ুন - Small Business - গ্রামীণ যুবকরা এই ব্যবসা থেকে আয় করুন প্রচুর অর্থ