'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 6 June, 2020 1:51 AM IST

চলতি বছরে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দেশব্যাপী শুরু হয় লকডাউন (Lockdown)৷ কোভিড ১৯ ভাইরাসের (Covid 19) সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে দেশবাসীকে এই লকডাউন মেনে চলার আবেদন জানায় কেন্দ্র এবং রাজ্য সরকার৷ জারি হয় নির্দেশিকাও৷ স্বাভাবিকভাবেই এই লকডাউনে মানুষের দৈনন্দিন জীবনে এক বিরাট ছন্দপতন ঘটে, যার সরাসরি প্রভাব পড়ে অর্থনৈতিক ক্ষেত্রে৷

এর ফলে অনেকে জীবিকা হারান৷ টান পড়ে পকেটে৷ এই কঠিন অবস্থার মধ্যেই ফের শুরু হয়েছে ঘুরে দাঁড়ানোর লড়াই৷ এমতাবস্থায় গ্রামের পরিস্থিতি আরও গুরুতর৷ তাই কম সময়ের মধ্যে স্বল্প পুঁজিতে কিছু ব্যবসা আপনাকে লাভের মুখ দেখাতে পারে৷ চলুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী৷

সবজি এবং ফলের দোকান (Vegetable and Fruit Shop)-

কেউ নিজের ব্যবসা শুরু করতে চাইলে সবজি এবং ফলের দোকান দিয়ে তা শুরু করতে পারেন৷ এই ব্যবসাতে খুব অর্থ, ব্যবসায়িক কৌশল বা সময় কোনওটাই খুব বেশি প্রয়োজন হয় না৷ শুধু গ্রাহকদের নিজের দোকান বা ব্যবসা সম্পর্কে অবগত করতে হয় এবং আকৃষ্ট করতে হবে৷ সেই সঙ্গে অবশ্যই সবজি এবং ফল টাটকা-ভালো হতে হবে৷

পশু-পাখিদের খাদ্য উৎপাদনের ব্যবসা (Animal feed Making Business)-

সবজি বা ফলের ব্যবসা করতে না চাইলে উপরোক্ত ব্যবসা শুরু করতে পারেন৷ দুগ্ধ বা দুগ্ধজাত দ্রব্যের ব্যবসা এবং মুরগী পালন (Dairy Farming, Poultry Farming)-এর সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ পশুপালকেরাও এই ব্যবসার সঙ্গে অনেকে যুক্ত থাকেন৷ এর চাহিদাও প্রচুর৷ তাই কম সময়ে রোজগারও ভালো করতে পারবেন৷

পানীয়ের ব্যবসা (Drinks and Table Water Retailing Business)- গরমের সময় এর থেকে ভালো ব্যবসা আর কিইবা হতে পারে৷ ঠাণ্ডা পানীয় বা জলের বোতল বিক্রি সারাবছরই হয়৷ তবে গ্রীষ্মকালে এর চাহিদা সবথেকে বেশি হয়৷ এই ব্যবসাতে বেশি পুঁজির যেমন প্রয়োজন হয় না, তেমনই খুব কম সময়ের মধ্যেই এই ব্যবসায় লাভের মুখ দেখার সুযোগ থাকে৷ তবে এই ব্যবসার জন্য ফ্রিজ অত্যাবশ্যক৷ তাই সেই বিষয়টি মাথায় রাখতে হবে৷

এভাবেই বর্তমানে কঠিন পরিস্থিতিতে খুব কম সময়ের মধ্যেই আপনি এই তিনটি ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারবেন এবং সঠিক ভাবে ব্যবসা করতে পারলে লাভের মুখও দেখবেন৷

বর্ষা চ্যাটার্জি

Related Articles-

https://bengali.krishijagran.com/agripedia/honeybee-keeping-the-most-lucrative-business-you-should-know-about-it/

https://bengali.krishijagran.com/agripedia/some-great-ways-to-be-profited-by-investing-in-agriculture/

https://bengali.krishijagran.com/agripedia/start-these-business-if-you-want-to-get-higher-profit-with-less-investment/

English Summary: Small business ideas to earn more profit at a lower cost in village
Published on: 05 June 2020, 04:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)