এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 6 June, 2020 1:51 AM IST

চলতি বছরে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দেশব্যাপী শুরু হয় লকডাউন (Lockdown)৷ কোভিড ১৯ ভাইরাসের (Covid 19) সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে দেশবাসীকে এই লকডাউন মেনে চলার আবেদন জানায় কেন্দ্র এবং রাজ্য সরকার৷ জারি হয় নির্দেশিকাও৷ স্বাভাবিকভাবেই এই লকডাউনে মানুষের দৈনন্দিন জীবনে এক বিরাট ছন্দপতন ঘটে, যার সরাসরি প্রভাব পড়ে অর্থনৈতিক ক্ষেত্রে৷

এর ফলে অনেকে জীবিকা হারান৷ টান পড়ে পকেটে৷ এই কঠিন অবস্থার মধ্যেই ফের শুরু হয়েছে ঘুরে দাঁড়ানোর লড়াই৷ এমতাবস্থায় গ্রামের পরিস্থিতি আরও গুরুতর৷ তাই কম সময়ের মধ্যে স্বল্প পুঁজিতে কিছু ব্যবসা আপনাকে লাভের মুখ দেখাতে পারে৷ চলুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী৷

সবজি এবং ফলের দোকান (Vegetable and Fruit Shop)-

কেউ নিজের ব্যবসা শুরু করতে চাইলে সবজি এবং ফলের দোকান দিয়ে তা শুরু করতে পারেন৷ এই ব্যবসাতে খুব অর্থ, ব্যবসায়িক কৌশল বা সময় কোনওটাই খুব বেশি প্রয়োজন হয় না৷ শুধু গ্রাহকদের নিজের দোকান বা ব্যবসা সম্পর্কে অবগত করতে হয় এবং আকৃষ্ট করতে হবে৷ সেই সঙ্গে অবশ্যই সবজি এবং ফল টাটকা-ভালো হতে হবে৷

পশু-পাখিদের খাদ্য উৎপাদনের ব্যবসা (Animal feed Making Business)-

সবজি বা ফলের ব্যবসা করতে না চাইলে উপরোক্ত ব্যবসা শুরু করতে পারেন৷ দুগ্ধ বা দুগ্ধজাত দ্রব্যের ব্যবসা এবং মুরগী পালন (Dairy Farming, Poultry Farming)-এর সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ পশুপালকেরাও এই ব্যবসার সঙ্গে অনেকে যুক্ত থাকেন৷ এর চাহিদাও প্রচুর৷ তাই কম সময়ে রোজগারও ভালো করতে পারবেন৷

পানীয়ের ব্যবসা (Drinks and Table Water Retailing Business)- গরমের সময় এর থেকে ভালো ব্যবসা আর কিইবা হতে পারে৷ ঠাণ্ডা পানীয় বা জলের বোতল বিক্রি সারাবছরই হয়৷ তবে গ্রীষ্মকালে এর চাহিদা সবথেকে বেশি হয়৷ এই ব্যবসাতে বেশি পুঁজির যেমন প্রয়োজন হয় না, তেমনই খুব কম সময়ের মধ্যেই এই ব্যবসায় লাভের মুখ দেখার সুযোগ থাকে৷ তবে এই ব্যবসার জন্য ফ্রিজ অত্যাবশ্যক৷ তাই সেই বিষয়টি মাথায় রাখতে হবে৷

এভাবেই বর্তমানে কঠিন পরিস্থিতিতে খুব কম সময়ের মধ্যেই আপনি এই তিনটি ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারবেন এবং সঠিক ভাবে ব্যবসা করতে পারলে লাভের মুখও দেখবেন৷

বর্ষা চ্যাটার্জি

Related Articles-

https://bengali.krishijagran.com/agripedia/honeybee-keeping-the-most-lucrative-business-you-should-know-about-it/

https://bengali.krishijagran.com/agripedia/some-great-ways-to-be-profited-by-investing-in-agriculture/

https://bengali.krishijagran.com/agripedia/start-these-business-if-you-want-to-get-higher-profit-with-less-investment/

English Summary: Small business ideas to earn more profit at a lower cost in village
Published on: 05 June 2020, 04:22 IST