Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 13 June, 2020 6:12 PM IST

দেশের বর্তমান এবং ভবিষ্যতের বেশিরভাগটাই এখন নির্ভরশীল ডিজিটাল কাজকর্মের ওপর৷ জোর দেওয়া হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া-কে (Digital India) আরও সুদৃঢ় করার ওপরে৷ আমরা প্রত্যেকেই কম বেশি ডিজিটাল যুগের সঙ্গে যুক্ত৷ তবে এই ডিজিটাল প্ল্যাটফর্মকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে পারলে বর্তমানের কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের আর্থিক অবস্থার অনেকটা উন্নতি হতে পারে৷

যারা ব্যবসা শুরু করার পরিকল্পনায় রয়েছেন তাদের জন্য একটি ভালো বিকল্প হল টি শার্ট প্রিন্টিং-এর (T-Shirt Printing Business) ব্যবসা৷ যার মাধ্যমে মাসের শেষে অনায়াসেই মোটা অঙ্কের টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে পারবেন৷ যদি আপনি ছোট ব্যবসা দিয়ে প্রথমে শুরু করতে চাইছেন তাহলে এই ব্যবসা আপনার জন্য একেবারে আদর্শ৷ বাজার থেকে অনলাইনে, সর্বত্র এই প্রিন্টেড টি-শার্টের বিপুল চাহিদা৷ এছাড়া এই ব্যবসা করার জন্য আপনার যেমন বেশি পুঁজির প্রয়োজন হবে না, তেমনি নিজের বাড়িতে বসেই এই কাজ শুরু করে দিতে পারবেন৷

টি-শার্ট প্রিন্টিং-এ পুঁজি (Cost in T-shirt printing business)-

যদি আপনি এই ব্যবসা আপনার বাড়িতে বসেই শুরু করতে চান তাহলে প্রায় ৫০-৭০ হাজার টাকার মধ্যে সহজেই এটি শুরু করে দিতে পারবেন৷ এতে প্রতি মাসে আপনার ৩০-৪০ হাজার টাকার লাভ হতে পারে৷ এ প্রসঙ্গে উল্লেখ্য, কাপড়ের ওপর প্রিন্ট করার মেশিন ৫০ হাজারের মধ্যেই হয়ে যায়৷ যদি আপনি ব্যবসা একটু বড় আকারে করতে চাইছেন তাহলে এতে প্রায় ২ লক্ষ টাকা থেকে ৫-৬ লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করতে হতে পারে৷

টি-শার্ট প্রিন্টিংয়ে কোন কোন সামগ্রী প্রয়োজন হয় (Items needed for T-shirt printing business)? –

এই ব্যবসা শুরুর আগে আপনার যা যা প্রয়োজন তা হল, প্রিন্টার, হিট প্রেস, কম্পিউটার, কাগজ, টি-শার্ট প্রভৃতি৷

কী করে তৈরি করবেন (How to make t-shirt) ?

সবথেকে কম এক মিনিটের মধ্যে আপনি একটি টি-শার্ট প্রিন্ট করতে পারবেন৷ এর জন্য প্রথমে প্রিন্টারে সাব্লিমিশন পেপারে ডিজাইন প্রিন্ট বের করে নিতে হবে, যা রাবার ইঙ্ক দিয়ে তৈরি করা হয়৷ এর পর টি-শার্ট প্রিন্টারে টেফলন শীট রাখতে হয়৷ এর ওপর টি-শার্ট রাখা হয়? এভাবে প্রায় ১ মিনিট পরে প্রেস-কে সরিয়ে দিতে হয় এবং টি-শার্টে প্রিন্ট সম্পূর্ণ হয়ে যায়৷

মার্কেটিং (Marketing of T-shirt printing business)-

বড় আকারে এই ব্যবসা করতে চাইলে অনলাইন মার্কেটিং-এর সাহায্য নিতে হবে আপনাকে৷ এর জন্য বিশেষ ব্যয় হয় না৷ তবে এর জন্য আপনাকে একটি ব্র্যান্ড তৈরি করতে হবে৷ সেই সঙ্গে ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে টি-শার্ট বিক্রি করতে সুবিধা হবে৷

লাভ কতটা হতে পারে (Profit from T-shirt printing business)?

প্রিন্টিং-এর জন্য যে টি-শার্ট নেওয়া হয় তা প্রায় ১২০টাকার মধ্যে হয়ে যায়৷ ১ টাকা থেকে ১০ টাকার মধ্যে প্রিন্টিং বেঁধে রাখতে পারেন৷ এই প্রিন্টেড টি-শার্ট আপনি ২০০-২৫০ টাকাতে বিক্রি করতে পারেন (আপনার ওপর তা নির্ভর করছে)৷ এভাবে প্রতি মাসে প্রচুর টাকা লাভ করতে পারেন৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- কম বিনিয়োগে প্রচুর লাভ হবে পপকর্নের ব্যবসায় (Profitable Popcorn Business), জানুন এর খুঁটিনাটি

 

English Summary: T shirt printing business will give opportunity to earn forty thousand rupees every month
Published on: 13 June 2020, 06:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)