কৃষক ঐতিহ্যবাহী চাষ ছেড়ে ফুল চাষ শুরু করেছেন, বার্ষিক ১৮ লক্ষ টাকা আয় করছেন এই ৪টি কৌশল ব্যবহার করে মাছ চাষ করুন, উৎপাদন এবং লাভ দ্রুত বৃদ্ধি পাবে! অর্থকারী পানিফলের চাষ পদ্ধতি শিখে নিলে আয় হবে দ্বিগুন
Updated on: 10 December, 2021 2:05 PM IST
প্রার্থী নিয়োগ করতে চলেছে আই সি এ আর

ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করতে চলেছে আই সি এ আর। ইয়াং প্রফেশানাল এবং অফিস অ্যাসিসটেন্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশেনাল অ্যাকাডেমি অব অ্যাগ্রিকালচার রিসার্চ ম্যানেজমেন্ট । ১৮ টি শূন্য পদ রয়েছে ইয়াং প্রফেশানাল পদের ক্ষেত্রে এবং ১ টি  শূন্য পদ রয়েছে  অফিস অ্যাসিসটেন্স (Clerk) এর ক্ষেত্রে।  সম্পূর্ন চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে আই সি এ আর।

ইয়াং প্রফেশানাল পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২১ থেকে ৪৫ পর্যন্ত। sc,st,obc র ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে। ইয়াং প্রফেশানাল পদের ক্ষেত্রে  বেতন ৩৫০০০ টাকা হবে । 

আরও পড়ুনঃ Profitable Small Business - মফঃস্বলের যুবকদের জন্য স্বল্প অর্থ বিনিয়োগে কয়েকটি লাভজনক ব্যবসা

 

অফিস অ্যাসিসটেন্স  এর পদের ক্ষেত্রে  বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে ।  sc,st,obc র ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।  অফিস অ্যাসিসটেন্স  পদের ক্ষেত্রে  বেতন ১০০০০ টাকা হবে ।

ইন্টারভিউ এর নিয়ম

প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র নিয়ে এক ঘন্টা আগে প্রবেশ করতে হবে ।  সকাল ১০ টার পর কোন  প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।

প্রার্থীকে অ্যাপ্লিকেশান র্ফম এর সাথে  শিক্ষাগত যোগ্যতার আসল নিয়ে আসতে হবে । তার সাথে প্রার্থীর একটি বায়োডাটা আনতে হবে ।

আরও জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুনঃ PM Mudra Loan - কোন ব্যাংক দেবে আপনাকে এই লোণ? জেনে নিন কম সুদে কীভাবে লোণ নিয়ে শুরু করবেন ব্যবসা

English Summary: The good news for job seekers is that ICAR is going to recruit candidates
Published on: 10 December 2021, 02:05 IST