এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 29 June, 2021 9:06 PM IST
Petrol Pump (Image Credit - Google)

আবারও বেড়েছে লকডাউন, করোনা ভাইরাস, কৃষ্ণ ফাঙ্গাস, ডেল্টা ভাইরাসের আক্রমণ একের পর ভাইরাসের আক্রমনে জেরবার সাধারণ মানুষ। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক টানাপোড়েনের শিকার হয়েছেন অনেকেই৷ কিন্তু এর মধ্যেও পরিশ্রমের জোরে ঘুরে দাঁড়ানো সম্ভব৷ বিশেষ করে কম সময়ে লাভের মুখ দেখতে চাইলে ব্যবসা শুরু করতে পারেন নিজের৷ আর এই ব্যবসার মধ্যে বেশি উপার্জনের এবং লাভের মুখ দেখাতে পারে পেট্রোল পাম্পের ব্যবসা (Petrol Pump Business).

পেট্রোল পাম্পের ডিলারশিপ নিলে আপনার লাভ নিশ্চিত হতে পারে৷ শহরে বলুন বা গ্রামে পেট্রোল পাম্পের প্রয়োজনীয়তা রয়েছে সর্বত্র৷ তাই এই ব্যবসার খুঁটিনাটি জেনে তাতে যুক্ত হতে পারলে কম সময়ে মুনাফার মুখ দেখতে পারবেন৷

পেট্রোল পাম্প কারা খুলতে পারবেন? (Who can open petrol pump)

পেট্রোল পাম্পের ব্যবসা বলতে ডিজেল, পেট্রোল পাম্প খোলা যেতে পারে নির্দিষ্ট স্থান বেছে নিয়ে৷ দেশে এই ব্যবসা শুরু করতে হলে অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে৷ বয়স হতে হবে ২১-৫৫ বছর মধ্যে৷ এবং পড়াশোনার ক্ষেত্রে আপনাকে কমপক্ষে দশম শ্রেণি পাস হতে হবে৷

পেট্রোল পাম্প খোলার জন্য পুঁজি (Cost of opening petrol pump)

এই ব্যবসা শুরু করতে হলে যে বিনিয়োগ করার প্রয়োজন হয় তা নির্ভর করে কোন স্থানে আপনি সেটি খুলতে চাইছেন এবং কোন কোম্পানির খুলতে চাইছেন৷ গ্রামে এবং শহরে, জায়গা ভিত্তিক বিনিয়োগের পরিমাণ পৃথক হয়৷ জমি বাদ দিয়ে বলতে হলে, গ্রামে পেট্রোল পাম্প খুলতে প্রায় ১২ লক্ষ টাকা পুঁজির প্রয়োজন হতে পারে৷ শহরে তা পৌঁছে যেতে পারে প্রায় ২৫ লক্ষ টাকার কাছাকাছি৷ তবে এর হেরফের হতে পারে৷

কীভাবে আবেদন করবেন? (How to apply)

এ প্রসঙ্গে উল্লেখ্য, এই ধরণের ব্যবসার খবর সংবাদপত্র বা ওয়েবসাইটে বিজ্ঞাপনে দেওয়া হয়৷ যেখানে পেট্রোল কোম্পানিগুলি এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে থাকে৷ কোন স্থানে তারা ব্যবসা করতে চায় তাও তারা উল্লেখ করে এইসব বিজ্ঞাপনে৷ এইসব স্থানের কোথাও আপনার নিজের জমি থাকলে আপনি আবেদন জানাতেই পারেন৷ এর জন্য আপনাকে পেট্রোলিয়াম কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে৷ সেখানে এই বিষয়ে আপনি আবেদন জানাতে পারেন৷

পেট্রোল পাম্প খোলার শর্ত (Conditions for opening petrol pump)

এই ব্যবসা শুরু করতে গেলে আপনার কাছে জমি থাকতে হবে৷ আপনি জমি ভাড়াও নিতে পারেন৷ তবে তার জন্য জমির মালিকের থেকে এই ব্যবসার জন্য নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে৷ আপনি আপনার পরিবারের কোনও সদস্যের জমিতে পেট্রোল পাম্পের ব্যবসার জন্যও আবেদন করতে পারেন৷ আপনাকে এনওসি (NOC) এবং এফিডেভিট তৈরি করতে হবে৷ লিজে নেওয়া জমির জন্য লিজ এগ্রিমেন্ট (lease agreement) প্রয়োজন হবে৷

এছাড়া প্রয়োজন হবে রেজিস্টার্ড সেলস ডিড (Registered sales deed) অথবা লিজ ডিড (lease deed). তবে মাথায় রাখতে হবে এই জমি যেন গ্রীণ বেল্টের (green belt) মধ্যে না হয়৷ জমির দলিলপত্র এবং নকশা আপনার কাছে থাকতে হবে৷

আরও পড়ুন - Medicinal Plant Farming - ঔষধি উদ্ভিদের চাষ করে আয় করুন প্রচুর মুনাফা

পেট্রোল পাম্প ব্যবসায় লাভ (Profit from petrol pump business)

দেশে বহু সরকারি পেট্রোল পাম্প রয়েছে, যার মাধ্যমে লক্ষ-কোটি টাকা উপার্জন হয়৷ আর এই ব্যবসায় (Petrol Pump Business) লাভের অঙ্কটা বেশ বেশি৷ তবে লাভও যেমন বেশি, তার রিস্কও রয়েছে৷ তাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এক্ষেত্রে৷

আরও পড়ুন - Snail Farming Business - শামুক চাষের মধ্য দিয়ে গ্রামীণ যুবক ও যুবতীদের কর্মসংস্থান, কীভাবে করবেন জেনে নিন বিস্তারিত

English Summary: This business has the opportunity to earn crores of rupees, know the details
Published on: 29 June 2021, 05:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)