করোনা ভাইরাসের (Covid 19) আক্রমণ এবং লকডাউন (Lockdown), এই দুই পরিস্থিতিতে জেরবার জনজীবন৷ তার সঙ্গে কখনও প্রাকৃতিক বিপর্যয় তো কখনও পঙ্গপালের হানা৷ সব মিলিয়ে চলতি বছরে উপার্জন নিয়ে কপালে ভাঁজ পড়েছে আমজনতার৷ অর্থনৈতিক পরিস্থিতি ধাক্কা খাওয়ায় চাকরিও হারিয়েছেন অনেকে৷ আর এই কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে শুরু করা যেতে পারে নিজস্ব ব্যবসা৷
ইতিমধ্যেই স্বল্প বিনিয়োগে (Low Investment Business) বিভিন্ন ব্যবসা করার উপায় তুলে ধরা হয়েছে৷ আর এবার জেনে নিন হোম ডেলিভারির ব্যবসা (Home Delivery Business) কতটা লাভজনক বর্তমান পরিস্থিতিতে৷ সরকারের পক্ষ থেকে এই হোম ডেলিভারির অনুমতি দেওয়া হয়েছে৷ তবে মনে প্রশ্ন উঠতেই পারে যে ব্যবসা শুরু কীভাবে করবেন৷ সবার আগে জেনে নিতে হবে এই ব্যবসা বলতে ঠিক কী বোঝায়৷
হোম ডেলিভারি ব্যবসা আসলে কী (What is Home Delivery Business)?
উপভোক্তাদের বাড়িতে গিয়ে তাদের চাহিদা অনুযায়ী টাকার বিনিময়ে প্রোডাক্ট পৌঁছে দেওয়া হয় এই ব্যবসাতে৷ খুব সহজেই এই ব্যবসা শুরু করা যেতে পারে৷ স্মার্টফোনের সাহায্যে বাড়িতে বসেই প্রাথমিক কাজ সেরে ফেলতে পারেন৷
উল্লেখ্য, করোনা ভাইরাসের চেক ভাঙতে লকডাউন শুরু হয়৷ সোশ্যাল ডিস্ট্যান্সিং (Social Distancing) এড়াতে বর্তমানে হোম ডেলিভারির চাহিদা তুঙ্গে৷ বাড়িতে বসেই যতটা সম্ভব সকলে প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করে দিচ্ছেন অনলাইনে৷ আর এই জিনিসপত্র বা বিভিন্ন পরিষেবা পৌঁছে দিতেই ডোম ডেলিভারির ব্যবসায় (Home Delivery Business) যুক্ত হতে পারেন আপনিও৷
বিভিন্ন রকম হোম ডেলিভারি হতে পারে (Home Delivery Business Ideas). যেমন , ক্যুরিয়র ব্যবসা, খাদ্যদ্রব্যের হোম ডেলিভারি, উপহার সামগ্রী, ড্রাই ক্লিনিং পরিষেবা, ওষুধ, সবজি-ফল, সংবাদপত্র, প্রভৃতি বিভিন্ন জিনিসপত্র বাড়িতে পৌঁছে দেওয়া যেতে পারে৷
বিনিয়োগ কতটা করতে হয় (Home Delivery Business Total Cost)?
হোম ডেলিভারির ব্যবসায় খুব বেশি বিনিয়োগের প্রয়োজন হয় না৷ স্টোর রুম, পরিষেবা দেওয়ার জন্য বাইক বা গাড়ি প্রয়োজন৷ এছাড়া যে প্রোডাক্ট ডেলিভারি করতে চাইছেন সেই কোম্পানির সঙ্গে চুক্তি করতে গিয়ে যদি কোনও টাকা প্রয়োজন হয় ততটুকুই৷ হোম ডেলিভারি করার জন্য জায়গা আপনাকে বেছে নিতে হবে৷ বাজারের কাছে, বা স্টোর রুমের কাছাকাছি এলাকাকে বেছে নিতে পারেন৷
বর্ষা চ্যাটার্জি
আরও পড়ুন-