ধূপকাঠির ব্যবসা (Incense Sticks Business), ছোট স্তরেও যেমন করতে পারেন, তেমনই বড় স্তরেও এই ব্যবসা করা যেতে পারে৷ তবে এর সবটাই নির্ভর করছে আপনি কতটা বিনিয়োগ করতে চাইছেন তার ওপর৷ অনেক জিনিসের চাহিদা ওঠানামা করলেও ধূপের চাহিদা আজও একই ভাবে তার জায়গা ধরে রেখেছে৷
বাড়িতে হোক বা মন্দিরে অথবা দোকানে-অফিস, সর্বত্রই এর ব্যবহার লক্ষ্য করা যায়৷ ধর্মীয় অনুষ্ঠান যেন ফুল আর ধূপকাঠি ছাড়া অসম্পূর্ণ৷ খুব কম মূল্যেও যেমন ধূপকাঠি পাওয়া যায়, তেমনই বেশি মূল্যেও এটি বিক্রি হয়৷ আর একবার আপনার এই ব্যবসার (Incense Sticks Business) বাজার ধরে নিতে পারলে এই ছোট ব্যবসা থেকেই মাসে প্রচুর মুনাফা পেতে পারেন আপনি৷ এই প্রতিবেদনে ধূপকাঠির ব্যবসা সম্পর্কে প্রাথমিক ধারণা তুলে ধরা হল৷
ধূপ তৈরির জন্য গাম পাউডার, জিকেট পাউডার, শ্বেত চন্দন, রং, সেন্ট, চারকোল, কয়লাগুঁড়ি, কাঠগুঁড়ি, বাঁশের কাঠি, তেল প্রভৃতি প্রয়োজন৷ নিকটস্থ বড় বাজার থেকে এই সব কাঁচামাল গুলি পেয়ে যেতে পারেন৷ যদি কোনও কাঁচামাল না পান তবে অনলাইনেও দেখতে পারেন৷ এই ধূপ দুই ভাবে তৈরি করা যেতে পারে৷ প্রথমত, আপনি হাতে তৈরি করতে পারেন এবং দ্বিতীয়ত মেশিনের সাহায্যেও নিতে পারেন৷
মেশিনের সাহায্য নিতে চাইলে পুঁজি বেশি লাগবে৷ ধূপ তৈরির জন্য ভালো মেশিন কেনাই উচিত৷ এই মেশিনে খুব কম সময়ের মধ্যেই প্রচুর ধূপ তৈরি করতে পারবেন আপনি৷ সেই সঙ্গে প্যাকেজিং-এ ভালো হতে হবে, যা ক্রেতাদের আকৃষ্ট করতে পারে৷ অনেকে সঙ্গে ধূপদানিও প্যাকেজিং-এর মধ্যে যুক্ত করেন৷ এতে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ আরও সহজ হয়৷
এই ধূপ তৈরির জন্য আপনার উপযুক্ত জায়গারও প্রয়োজন৷ যেখানে মেশিন রাখতে পারবেন, কাঁচামাল রাখতে পারবেন এবং প্রয়োজনে সহায়কের সাহায্য নিতে পারবেন৷ প্রথমে কাঁচামাল থেকে আপনাক ধূপের মিশ্রণ তৈরি করে নিতে হবে৷ এবার তা কাঠি বা স্টিকে লাগাতে হবে৷ এরপর সেই স্টিকগুলি রোদে ভালো করে শুকিয়ে তারপর সুগন্ধি বা সেন্ট দিতে হবে৷ এবং সবশেষে প্যাকেজিং৷
তবে এই ব্যবসা (Incense Sticks Business) শুরুর আগে বাজারে কোন ধরণের ধূপের চাহিদা বেশি, কোন দোকান কোন ধূপ বেশি রাখতে চায় ক্রেতাদের চাহিদা অনুসারে সে সব মাথায় রেখে ব্যবসা শুরু করতে হবে৷ দোকানগুলির সঙ্গে চুক্তি করতে পারলে মাসিক উপার্জন নিশ্চিত হয়ে যাবে আপনার৷ গ্রাম বা শহর দুই জায়গাতেই এই ব্যবসার কদর রয়েছে, তবে শহরে যেহেতু কাঁচামালের সহজলভ্যতা এবং পরিবহণ খরচ কম, তাই কিছুটা সাশ্রয় হয়৷
এই ব্যবসা ঠিকভাবে করতে পারলে মাসে প্রায় ৪০ হাজার টাকার উপার্জন করা সম্ভবপর হতে পারে৷ তবে আপনার ধূপের চাহিদা কেমন, কতটা আপনি বিক্রিতে সফল হচ্ছেন এসব কিছু গুরুত্বপূর্ণ এক্ষেত্রে৷ অনেকে অনলাইনেও এই ধূপকাঠি বিক্রি করে থাকেন৷ শো-পিসের সঙ্গে ধূপের প্যাকেটও বর্তমানে রমরমিয়ে বিক্রি হচ্ছে অনলাইনে৷ তাই প্রাথমিক স্তরে ব্যবসা থেকে উপার্জন করতে চাইলে ধূপকাঠির ব্যবসা দিয়ে কাজ শুরু করতে পারেন৷
আরও পড়ুন- ১০-২০ হাজারের মধ্যে বিনিয়োগে (Low Investment Business) বাড়ি থেকেই ব্যবসা করুন, প্রচুর লাভের সুযোগ
বাড়িতে বসেই এই ব্যবসা (Broom Making Business) শুরু করুন, মাসের শেষে প্রচুর উপার্জনের সুযোগ