যদি আপনি নিজে কোনও ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তাহলে একবার নিম্নের ব্যবসাগুলি করার কথা ভেবে দেখতে পারেন৷ এই ব্যবসাগুলির জন্য বেশি সময়-পরিশ্রম যেমন প্রয়োজন হয় না, তেমনই বিনিয়োগও (Low Investment Business) খুব বেশি করতে হয় না৷ সেই সঙ্গে লাইসেন্স পাওয়াও খুব একটা কষ্টসাধ্য বিষয় হয় না৷ বাড়িতে বসেই অনলাইন লাইসেন্স-এর জন্য আবেদন করতে পারবেন৷
আচার তৈরির ব্যবসা (Pickles Making Business)-
আচার আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে৷ যদি আপনি ছোট কোনও ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন বা শুরু করতে চাইছেন তাহলে আচার তৈরির ব্যবসা একটি ভালো স্টার্টআপ হতে পারে৷ কারণ এটি বেশ সহজ৷ বাজারে এর চাহিদাও রয়েছে যথেষ্ট৷ এই ব্যবসার মাধ্যমে বাড়িতে বসেই আপনি ২০-২৫ হাজার টাকা পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারবেন৷
লাইসেন্স এবং অনুমতি- এই ব্যবসার জন্য লাইসেন্স লাগবে৷ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া (FSSAI)- থেকে এর লাইসেন্স আপনি পেতে পারেন৷ এর জন্য অনলাইনেও আবেদন করতে পারেন৷
জুট ব্যাগ তৈরির ব্যবসা (Jute Bag Business)-
পরিবেশকে দূষিত হওয়ার থেকে রক্ষা করতে প্লাস্টিক ব্যবহারে নিষেধ করা হয় বারবারই৷ এর বিকল্প হিসেবে পাটের বা জুটের ব্যাগের চাহিদা বর্তমানে প্রচুর৷ তাই চাইলে জুট ব্যাগ তৈরির ব্যবসাও আপনি শুরু করতে পারেন৷ এর জন্য প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পুঁজি হলে ভালো হয়৷ এর পাশাপাশি প্রায় ৫০০ বর্গ ফুট জায়গারও প্রয়োজন হবে এই ব্যবসা শুরু করতে৷
লাইসেন্স এবং অনুমতি- এই ব্যবসার অনুমতিতে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে৷ যেমন- ফর্মের রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, এসএসআই ইউনিট, জিএসটি রেজিস্ট্রেশন, আইইসি কোড৷
বোতাম তৈরির ব্যবসা (Button Making Business)-
একটু অবাক হলেও কম পরিশ্রমে এই ব্যবসা আপনাকে উপার্জনের পথ দেখাতে পারে৷ বস্ত্রশিল্পের (Garments Industry) সঙ্গে এই ব্যবসা ওতোপ্রোতোভাবে যুক্ত৷ বাজারে বিভিন্ন ধরণের বোতামের চাহিদা রয়েছে৷ প্লাস্টিকের বোতাম, কাপড়ের বোতাম, স্টিলের বোতাম, কাঠের বোতাম, প্রভৃতি৷ আপনি নিজের সুবিধা মতো এই বোতাম তৈরি করতে পারেন৷ ৩০-৪০ হাজার পুঁজিতে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন৷
কোথায় বিক্রি করবেন?
এই বোতাম বস্ত্র উৎপাদনের সঙ্গে যারা যুক্ত সেই সংস্থাকে (Garment Manufacturer) বিক্রি করতে পারেন৷ অথবা তাদের থেকে অর্ডার নিয়ে তাদের পছন্দ অনুযায়ী বোতাম তৈরি করে বিক্রি করতে পারেন৷ অতিরিক্ত উপার্জনের জন্য সুপার মার্কেট, জেনারেল স্টোর্স, স্থানীয় দর্জির দোকান প্রভৃতি জায়গাতেও এগুলি বিক্রি করতে পারবেন৷
বর্ষা চ্যাটার্জি
আরও পড়ুন-