১ থেকে ৩ ডিসেম্বর দিল্লিতে 'মিলিয়নেয়ার ফার্মার অফ ইন্ডিয়া' অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে, কীভাবে নাম নথিভুক্ত করবেন জেনে নিন গরু ও মহিষের জন্য সস্তায় খাবার প্রস্তুত করুন, বিস্তারিত জেনে নিন স্বল্প পরিসরে মাছ চাষ করুন, রইল সম্পূর্ণ ব্যবসায়িক পরিকল্পনা
Updated on: 26 June, 2020 1:13 PM IST

বাড়িতে বসে যে মহিলারা কাজ বা ব্যবসা করে উপার্জন করতে চাইছেন তাদের জন্যও রয়েছে প্রচুর সুযোগ৷ নিজের দৈনন্দিন কাজের থেকে সময় বের করে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন৷ সেই ব্যবসা আপনি কোন স্তরে (ছোট বা বড়) করতে চাইছেন সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে আপনাকে৷ এর সবটাই নির্ভর করছে আপনার ওপর৷

বাড়ি থেকে শুরু করা যায় এমন বহু ব্যবসা রয়েছে মহিলাদের জন্য, যেখানে বিনিয়োগেরও বিশেষ (Zero Investment Business) প্রয়োজন হয় না৷ এই তালিকায় সহজ ব্যবসাগুলি কী কী চলুন জেনে নেওয়া যাক৷

কাপড়ে এম্ব্রয়ডারির ব্যবসা (Cloth Embroidery Business)

কাপড়ের ওপর এম্ব্রয়ডারির কাজ বরাবরই জনপ্রিয়৷ এই কাজে একটি সাধারণ পোশাকও আকর্ষণীয় হয়ে উঠতে পারে৷ এই ধরণের কাপড় বা পোশাকের চাহিদাও রয়েছে যথেষ্ট৷ তাই বাড়িতে বসে কাজ করে একইসঙ্গে উপার্জন এবং লাভ করতে চাইলে মহিলারা কাপড়ে এম্ব্রয়ডারির ব্যবসা শুরু করার কথা চিন্তাভাবনা করতেই পারেন৷

বেবি সিটিং ব্যবসা (Baby Sitting Business)

অনেক মহিলা যেমন বাড়িতে থেকে কাজের সুযোগ পান, অনেককেই আবার বাড়ির বাইরেও বের হতে হয়৷ বর্তমানে বেশিরভাগ মহিলাই চাকুরিরতা এবং তাদের বাড়িতে সন্তানকে রেখে চাকরি যাওয়া সমস্যার হয়ে দাঁড়ায়৷ সন্তানের দেখভাল যেখানে প্রশ্নের মুখে দাঁড়ায়, সেখানে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই অনেকে নেন৷ কিন্তু অনেকে এর বিকল্পের পথেও হাঁটেন৷ আর তারা বেবি সিটার বা ন্যানি রাখেন বাড়িতে৷ যে সন্তানের যত্ন করবে, তার দেখভাল করবে টাকার বিনিময়ে৷ এই ধরণের কাজও আজকাল জনপ্রিয় হচ্ছে৷ ক্রেশও যেমন জনপ্রিয়, তেমনই বেবি সিটার-এর চাহিদাও বাড়ছে উত্তরোত্তর৷

টেলারিং ব্যবসা (Tailoring Business)

আপনি সেলাই করতে জানলে তা ব্যবহার করুন৷ বাড়িতে সেলাইয়ের কাজ করেই আপনি উপার্জন করতে পারবেন৷ আর সময় দিতে পারলে এই প্রচেষ্টাই বড় আকার ধারণ করবে এবং ব্যবসা থেকে লাভও হবে প্রচুর৷ শুধু অর্ডার নিয়ে সেলাই করাই নয়, সেই সঙ্গে আপনি চাইলে ইচ্ছুক মহিলাদেরও সেলাইয়ের প্রশিক্ষণ দিতে পারেন৷ যা আপনাকে একইসঙ্গে অতিরিক্ত উপার্জনে রাস্তা খুলে দেবে৷

এর সঙ্গে আনুষাঙ্গিক ব্যবসাও করতে পারেন, যেমন বোতাম তৈরির ব্যবসা (Button Making Business). একটু অবাক হলেও কম পরিশ্রমে এই ব্যবসা আপনাকে উপার্জনের পথ দেখাতে পারে৷ বস্ত্রশিল্পের (Garments Industry)  সঙ্গে এই ব্যবসা ওতোপ্রোতোভাবে যুক্ত৷ বাজারে বিভিন্ন ধরণের বোতামের চাহিদা রয়েছে৷ প্লাস্টিকের বোতাম, কাপড়ের বোতাম, স্টিলের বোতাম, কাঠের বোতাম, প্রভৃতি৷ আপনি নিজের সুবিধা মতো এই বোতাম তৈরি করতে পারেন৷ তবে এর জন্য শুরুতে আপনাকে ৩০-৪০ হাজার টাকার পুঁজি বিনিয়োগ করতে হতে পারে৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- গ্রামে এই ৫ ব্যবসাতেই (Business in Village) যুবকরা হয়ে উঠুন আত্মনির্ভর, উপার্জন করুন প্রচুর

English Summary: Women can start these zero investment businesses
Published on: 26 June 2020, 12:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)