৮০ শতাংশ পর্যন্ত লোনের সাহায্য নিয়ে এখনই শুরু করতে পারেন এই ২ ব্যবসা (Profitable Small Business), হবে ভালো মুনাফা

কাঠের আসবাবপত্র তৈরির ব্যবসা এবং কম্পিউটার অ্যাসেম্বলিং ব্যবসা আপনার জন্য হতে পারে লাভজনক৷ কম পরিশ্রমে, কম ব্যয়ে যেমন ছোট পরিসরে এই ব্যবসা শুরু করতে পারবেন, তেমনই এর জন্য পেতে পারেন লোনও৷

KJ Staff
KJ Staff

নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু পুঁজি অন্তরায় হয়ে উঠেছে? তাহলে এই প্রতিবেদনে অবশ্যই একবার চোখ বুলিয়ে নিতে পারেন৷ কম পরিশ্রমে, কম ব্যয়ে যেমন ছোট পরিসরে এই ব্যবসা শুরু করতে পারবেন, তেমনই এর জন্য পেতে পারেন লোনও৷

লকডাউনে (Lockdown) আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যেমন ছন্দপতন ঘটেছে, তেমনই ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি৷ চাকরি হারিয়ে বেকারত্বের শিকার অনেকে৷ পকেটে টান৷ টান হেঁসেলে৷ এমতাবস্থায় ঘুরে দাঁড়াতে কম পুঁজিতে শুরু করা যেতে বেশ কয়েকটি ব্যবসা৷ আবার বাড়িতে বসে যারা অস্থির হয়ে উঠেছেন৷

এই সময়ে যদি আপনি ২-৩ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে কোনও ব্যবসা শুরু করতে চান তাহলে মোদী সরকার মুদ্রা যোজনা আপনার সহায়ক হতে পারে৷ এর মাধ্যমে আপনি ৭৫-৮০ শতাংশ লোন পেতে পারেন এবং নিজের ব্যবসা শুরু করতে পারেন৷ আমাদের দেশে পুরুষ, মহিলা যে কেউ বাড়িতে বসেই এই কাজ শুরু করে দিতে পারেন৷ এতে কম সময়ে ভালো মুনাফাও (Profitable Business) হয়৷

চলুন জেনে নেওয়া যাক এমন কোন দুটি ব্যবসা রয়েছে যেখানে আপনি এই সুবিধা পেতে পারেন এবং একই সঙ্গে প্রচুর মুনাফাও নিশ্চিত করতে পারেন৷ ছোট ব্যবসার মধ্যে অন্যতম একটি ব্যবসা হল, কাঠের আসবাবপত্র তৈরির ব্যবসা এবং অন্যটি হল কম্পিউটার অ্যাসেম্বলিং ব্যবসা৷

কাঠের আসবাবপত্র তৈরির ব্যবসা- আপনি ঋণের সাহায্যে এই ব্যবসা শুরু করতে পারেন৷ এই ব্যবসা শুরু করতে প্রায় ১.৮৫ লক্ষ টাকা পুঁজির প্রয়োজন হতে পারে৷ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ভিত্তিতে আপনি ব্যাঙ্ক থেকে কম্পোজিট লোনের মাধ্যমে প্রায় ৭.৪৮ লক্ষ টাকার লোন পেতে পারেন৷ এতে আপনার ফিক্সড ক্যাপিটালের ভিত্তিতে ৩.৬৫ লক্ষ টাকা এবং তিন মাসের জন্য ওয়ার্কিং ক্যাপিটালের ভিত্তিতে ৫.৭০ লক্ষ টাকার প্রয়োজন হতে পারে৷

এই ব্যবসা শুরু করার পরে ধীরে ধীরে আপনি লাভের মুখ দেখতে শুরু করবেন৷ ব্যবসার ব্যয় বাদ দিয়েও আপনার ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লাভ সহজেই করতে পারেন৷

কম্পিউটার অ্যাসেম্বলিং ব্যবসা- যদি আপনি কম্পিউটারকেই ব্যবসার মাধ্যম করতে চান, সেক্ষেত্রেও আপনি লোনের সাহায্য পাবেন৷ কম্পিউটার অ্যাসেম্বলিং ব্যবসা শুরু করার জন্য প্রথমদিকে আপনাকে প্রায় ২.৭০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে৷ এই ব্যবসায় ব্যাঙ্ক থেকে আপনি প্রায় ৬.২৯ লক্ষ টাকা লোন পেতে পারেন৷ আপনি বছরে ৬৩০ ইউনিট তৈরি করলে আপনার প্রায় ৩-৪ লক্ষ টাকার লাভ সহজেই হতে পারে৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- মাসে ৩০-৪০ হাজার টাকা উপার্জনের সুযোগ, বছরে প্রচুর লাভের মুখ দেখাবে এই ব্যবসা (Business Idea)

Published On: 18 June 2020, 05:04 PM English Summary: With the help of loan you can easily start these two profitable small business

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters