এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 24 June, 2020 6:41 PM IST

প্লাস্টিকের জেরে (Plastic Ban) পরিবেশ দূষণের বিষয়ে যারা অবগত তারা ইতিমধ্যেই এর বিকল্পের পথে হাঁটছেন৷ আর এই বিকল্প হিসেবে নিজের শক্তপোক্ত জায়গা করে নিয়েছে বাঁশ৷ বর্তমানে বাঁশের তৈরি বিভিন্ন জিনিসের চাহিদা রয়েছে তুঙ্গে৷ আর তাই এই সব জিনিস তৈরি এবং বিক্রিও বেড়েছে বহুগুন৷ এই প্রতিবেদনে বাঁশের তৈরি জিনিসপত্রের ব্যবসা (Bamboo Business) নিয়েই তুলে ধরা হল৷

বাঁশের তৈরি বোতল, কাপ-প্লেট, চামচ, কাঁটা, বাটি, থালা প্রভৃতি নানা ধরণের জিনিসের জনপ্রিয়তা চোখে পড়ার মতো৷ শুধু দেশেই নয়, বিদেশেও ভারতে তৈরি এই সব জিনিসের চাহিদা প্রচুর৷ অনলাইনেও বাঁশের থেকে তৈরি জিনিস (Online Profitable Business) ক্রেতারা কিনে থাকেন৷  বর্তমান সময়ে কম সময়ে লাভ করার ইচ্ছে থাকলে (পরিবেশকে দূষিত না) করে এই ব্যবসা শুরু করে দিতে পারেন৷ এই ব্যবসা করতে মুদ্রা লোনেরও সাহায্য পেতে পারেন৷

বাঁশের বোতল, থালা-বাসন- পরিবেশ দূষণ কমাতে বাঁশের তৈরি জিনিসের চাহিদা বেড়েছে৷ বাঁশের থেকে বাড়িতে, বা অফিসে, স্কুল-কলেজে নিত্য প্রয়োজনীয় জিনিস যতটা সম্ভব বাঁশের তৈরির চেষ্টা করা হচ্ছে৷ শহর থেকে গ্রাম, সর্বত্রই প্লাস্টিক সম্পর্তে সচেতনতা বেড়েছে, ফলে বিকল্প জিনিসের চাহিদাও বাড়ছে৷

যদি আপনি ৭৫০ বাঁশের বোতল কনিছেন বাজার থেকে তাহলে তার মূল্য প্রায় ৩০০ টাকা দিতে হয়৷ কারণ বাজারে উত্তরোত্তর এর চাহিদা বৃদ্ধি এর দামেও প্রভাব ফেলছে৷ এটি শরীরের পক্ষেও যেমন ভালো, তেমনই দেখতেও সুন্দর৷ জাতীয় বাঁশ মিশন-এর ওয়েবসাইট থেকে এ সম্পর্কে প্রশিক্ষিত হতে পারেন৷

তবে বাঁশের এই ব্যবসায় পুঁজি (Investment in Business) বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরণের প্রয়োজন হয়৷ যেমন বাঁশের অলঙ্কার তৈরির জন্য প্রায় ১৫ লক্ষের মতো পুঁজি প্রয়োজন হতে পারে৷ ধূপের ব্যবসার জন্য ২০ লক্ষ টাকা পুঁজির প্রয়োজন হতে পারে৷ এর হেরফেরও হতে পারে৷ তবে আপনি এই ব্যবসা ছোট স্তরে না বড় স্তরে করতে চাইছেন, তার ওপর নির্ভর করছে সবটা৷

এছাড়া যারা বাদ্যযন্ত্র (Instruments from Bamboo) তৈরির ব্যবসার সঙ্গে নিযুক্ত, তারা বাঁশকে ভালোভাবেই ব্যবহার করতে পারেন এক্ষেত্রে৷ পরিবেশ বান্ধব এইসব জিনিসপত্রের চাহিদা সারাবছরই থাকে, তাই লাভজনক ব্যবসা হিসেবে ক্রমশই এটি নিজের জায়গা করে নিচ্ছে৷ বর্তমানে লকডাউন এবং করোনা ভাইরাসের (Covid 19) কারণে অনেকেই যেখানে আর্থিক দিক থেকে ধাক্কা খেয়েছেন তারা হতাশ না হয়ে বিকল্প পথ হিসেবে ব্যবসার পরিকল্পনা করতে পারেন৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- নাম মাত্র বিনিয়োগে শুরু করুন চলমান রেস্তোরাঁর (Food Business) ব্যবসা, লাভ নিশ্চিত

English Summary: You can earn more from bamboo bottle business
Published on: 24 June 2020, 06:32 IST