কৃষিজাগরন ডেস্কঃ নববর্ষে চেনা শীতের দেখা নেই। তারমধ্যে আবার আসছে এক পশ্চিমি ঝঞ্ঝা। যার জেরে ঠান্ডা কমবে আরও, বৃষ্টিও আসবে। কেটে যাবে শীতের আমেজ।
হাওয়া অফিস সুত্রে খবর,শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ,মালদা ও বীরভূমে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান,পূর্ব বর্ধমান, নদীয়াতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।১০ই জানুয়ারির পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।
আরও পড়ুনঃ আজ পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ এবং বঙ্গোপসাগরের বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া, পূর্ব দিক থেকে বাতাস ঢুকছে রাজ্যে। সেই কারণেই বাতাসে জলীয় বাষ্পের উৎপত্তি এবং বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই শীতের ঝোরো ব্যাটিং,পারদ নামল জেলাগুলিতে
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায়। বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। একই রকম তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিন। দার্জিলিং ও কালিম্পং-সহ সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪ দিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে সিকিমের উপর দিয়ে।
কলকাতার ওয়েদার আপডেট
শনিবার সকালে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
কলকাতায় আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ বদল হবে না। মোটের উপর একই থাকবে আবহাওয়ার পরিস্থিতি। আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৫ ডিগ্রির মধ্যে।
Share your comments