অবশেষে স্বস্তি। আর কিছুক্ষনের অপেক্ষা তারপরই বঙ্গ জুড়ে নামবে ঝাঁপিয়ে বৃষ্টি। জানিয়ে দিল হাওয়া অফিস। ছিটে ফোঁটা নয় রীতিমত ভারী বৃষ্টি হবে বঙ্গের একাধিক জেলায়। আর তাপপ্রবাহের আপাতত শঙ্কা নেই। এক ধাক্কায় কমে যাবে তাপমাত্রা। আজ বঙ্গের বেশিরভাগ জেলা ভিজবে বৃষ্টিতে। ব্রজ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আজ দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়। মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,ঝাড়গ্রাম, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি রবিবার এবং সোমবার কলকাতার সংলগ্ন এলাকা এবং কলকাতা শহরেও হবে বৃষ্টিপাত।
আরও পড়ুনঃ আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস বাংলায়! চলবে এই রুটে
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা । উত্তরবঙ্গে ৫ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পাহাড় এলাকাগুলিতে শিলাবৃষ্টির পরিমাণ কমবে। রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরের জেলায়।
আরও পড়ুনঃ Ramadan 2023: মহাকাশে রোজা? ইদের আগেই মহাকাশ থেকে এল অপূর্ব দৃশ্য
উত্তপ্রদেশে তৈরি হয়েছে ঘূর্ণবাত। তার জেরেই জলীয় বাস্প ঢুকছে বঙ্গোপসাগরে। এদিকে বঙ্গোপসাগরে অক্ষরেখা রয়েছে। এই দুইয়ের সংস্পর্শে এসে তৈরি হচ্ছে বৃষ্টির আশঙ্কা। আপাতত আগামী তিন- চার দিন বৃষ্টির সম্ভাবনা বাংলায়। তবে এই সপ্তাহের পরই এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই থাকবে না তাপপ্রবাহ। কমবে তাপমাত্রা।
কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা। আজ সবচেয়ে বেশি তাপমাত্রা হবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি আগামীকাল এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়।
গতকাল, সর্বোচ্চ তাপমাত্রা উত্তর-পশ্চিম ভারতের অনেক অংশে 36-39 ডিগ্রি সেলসিয়াস এবং মধ্য ও পূর্ব ভারত, গুজরাট, , তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল এবং কেরালারইয়ানাম, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ,অভ্যন্তরীণ মহারাষ্ট্রেও তাপমাত্রা একই ছিল।
আবহাওয়া অধিদফতরের অনুমান, আজ দেশের অনেক সমভূমিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আমরা আপনাকে বলি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে 10 দিন পরে , বিহার থেকে 7 দিন পরে, তাপপ্রবাহের অবস্থা হ্রাস পেয়েছে এবং 5 দিন পরে আবারও উড়িষ্যা থেকে তাপপ্রবাহ সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে ।
Share your comments