অভিশপ্ত মে মাস। দু বছর আগেই এই মে মাসেই আম্ফান এসে তাণ্ডব চালিয়েছিল গোটা বাংলা জুড়ে। আবারও সেই ইতিহাসের প্রত্যাবর্তন হতে চলেছে এই মাসেই। এমনটাই জানাল IMD। আবহাওয়ার ওপর কড়া নজর রাখছে আবহাওয়া অফিস। হতে পারে শক্তিশালী নিম্নচাপ আশঙ্কা করছে হাওয়া অফিস।
IMD সুত্রে খবর আগামী ৪ই মে থেকে বঙ্গোপসাগরে(Bay Of Bengal) এই ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হবে। প্রথমে বঙ্গোপসাগরে তৈরি হবে শক্তিশালী নিম্নচাপ। তারপর ৭ ই মে এটি আরও শক্তিশালী হবে এবং ৮ই মে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ তাই এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে পশ্চিমবঙ্গ (West Bengal) এবং ওড়িশায় (Odisha)। ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। তবে হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপ শক্তিশালী হলে তবেই ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে ৬ই মে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটিই ১০ই মে এর মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে “মোকা” (MOCHA)।
আরও পড়ুনঃ ধানের সঙ্গে মাছ চাষ! দেখাচ্ছে লাভের নব দিশা
হাওয়া অফিসের সুত্র অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর। সেই হিসেবে ইতিমধ্যেই নবান্নে করা হয়েছে বৈঠক। মুখ্যসচিব রিকৃষ্ণ দ্বিবেদী বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছেন। দেওয়া হয়েছে সতর্ক বার্তা। এদিকে দফায় দফায় বৈঠক করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও।
আরও পড়ুনঃ দিনে কটা রুটি খান? শরীরে বিপদ ডেকে আনছেন না তো?
আগামী ১০ই মে পর্যন্ত শুধু বঙ্গে নয় আপাতত বৃষ্টির প্রভাব থাকবে দেশের ১৮টি রাজ্যে। উত্তর ভারতের ওপর রয়েছে পশ্ছিমি ঝঞ্ঝার প্রভাব । যার জেরে উত্তর ভারতের প্রায় সমস্ত রাজ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব ও উত্তর প্রদেশ, দিল্লি এই রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। আগামী ১৪ ই মে এর পর বাড়তে পারে তাপমাত্রা।
News Source- Indian Meteorological Department
Share your comments