এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 23 November, 2020 1:30 PM IST
Cyclone Nivar

(Cyclone Nivar) বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আবারও এক সাইক্লোন ‘নিভার’। সুপার সাইক্লোন আমফানের পর, ‘নিভার’ কে ঘিরে আতঙ্ক দেখা দিয়েছে মানুষের মনে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ১০০ কিমি বেগে আছড়ে পড়বে নিভার। আইএমডি থেকে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে উপকূলবাসীদের জন্য

সুপার সাইক্লোন আমফান-এ রাজ্যে যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ হতে না হতেই এবার সাইক্লোন 'নিভার' কে ঘিরে উদ্বেগ শুরু হয়েছে বঙ্গোপসাগরের উপকূল বরাবর রাজ্যগুলিতে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস -

মূলত এই মাসে সাইক্লোন ল্যান্ডফলের বার্তা পূর্বেই আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছিল। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপকূলে আছড়ে পড়তে চলেছে এই সাইক্লোন। স্বাভাবিকভাবেই নিম্নচাপের প্রভাবে এ বছরের নভেম্বরে তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হবে।

সাইক্লোন নিভার (Cyclone Nivar) –

‘নিভার’ নামটি ইরানের দেওয়া। বঙ্গোপসাগরের দক্ষিণ উপকূল বরাবর আছড়ে পড়তে চলেছে এই সাইক্লোন। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে (প্রাপ্ত তথ্য অনুযায়ী), ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। জানা গেছে, উত্তর তামিলনাড়ুতে এই ঝড় আছড়ে পড়তে চলেছে। সাইক্লোন 'নিভার' অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। ইতিমধ্যেই রায়লসীমা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে সতর্কতা জারি করা হয়েছে। এই সাইক্লোনের ফলে কৃষিক্ষেত্র নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। এই সাইক্লোনের কারণে ২৫ ও ২৬ শে নভেম্বর পূর্ব গোদাবরী জেলায় ব্যাপক বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আইএমডি।

Image source - Google

Related link - (Weather forecast) তাপমাত্রার পারদ নিম্নগামী, পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের জেরে কোথায় কোথায় হতে চলেছে বৃষ্টিপাত

English Summary: Cyclone Nivar to hit Bay of Bengal coast, agricultural concerns, IMD issued alert
Published on: 23 November 2020, 01:30 IST