কৃষিজাগরন ডেস্কঃ দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েক সপ্তাহ বাকী । কেনাকাটা পুরোদস্তুর চালু হয়ে যাওয়ার কথা। এমন সময়ে কী রকম থাকবে কলকাতার আবহাওয়া? আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে । বাতাসে আর্দ্রতার পরিমান ৮৩ %। কয়েকটি জায়গায় বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে, বাতাসে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আর্দ্রতার পরিমাণ। আর সেই কারণেই দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তি। এমনকি বৃদ্ধি পেয়ে চলেছে দিনের তাপমাত্রাও। তবে সকালের দিকে তীব্র গরম থাকলেও সন্ধ্যার পর গরম কমে স্বস্তিকর আবহাওয়া মিলছে বেশকিছু জেলায়। এ কদিন ধরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলছে।
আরও পড়ুনঃ আজ বৃষ্টি হবে কোন জেলাগুলিতে ? কেমন থাকবে আজকের আবহাওয়া ? জানুন বিস্তারিত
সোমবার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি মূলত এই পাঁচ জেলায়, দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে অন্য জেলাতেও। মঙ্গলবারের পর বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে। বুধ এবং বৃহস্পতিবার সামান্য বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।
৫ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আপাতত অস্বস্তির আবহাওয়া চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ বাতাসে ক্রমশ বাড়ছে আর্দ্রতার পরিমাণ,কী রকম থাকবে আজকে কলকাতার আবহাওয়া?
জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলেছে। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে? সংশয় থাকছে।
Share your comments