কৃষিজাগরন ডেস্কঃ বঙ্গবাসীর অবস্থা এখন খানিকটা চাতক পাখীর মত। কখন একফোঁটা বৃষ্টি হবে সেই আশায় সকলেই চেয়ে আছেন আকাশ পানে।তবে বৃষ্টির জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না বঙ্গবাসীর।আগামী শুক্রবার থেকেই বদলে যাচ্ছে বঙ্গের আবহাওয়া।
আট জেলার জন্য সস্তির খবর শোনাল হাওয়া অফিস।আবহাওয়া দফতর সুত্রের খবর, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া। এই আট জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে! স্বস্তির খবর দিল হাওয়া অফিস
গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে ঝলছে উঠছে সারা বাংলা।তীব্র দাবদাহে জমির ফসল পুড়ে যাচ্ছে।ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাংলার কৃষকদের।
সুত্রের খবর,এই আট জেলায় বৃষ্টি হলেও খুব একটা স্বস্তি মিলবে না এখনই।কারন সোমবার থেকে ফের তীব্র গরম পড়তে পারে এই জেলাগুলিতে।
আরও পড়ুনঃ Weather Big Update: অবশেষে সবুজ সংকেত! বৃষ্টির পূর্বাভাস বঙ্গের এই ৫ জেলায়
অন্যদিকে,দক্ষিনবঙ্গে বৃষ্টির দেখা মিললেও আপতত বৃষ্টির সম্ভবনা নেই উত্তরবঙ্গে।এই মুহূর্তে উত্তরবঙ্গের তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এই তীব্র দাবদাহে ঝলসে যাচ্ছে চা গাছের কাচি পাতা।ফলে চা বাগানে পোকার উৎপাত দিন দিন বাড়ছে।
Share your comments