অবশেষে স্বস্তি। গরমের হাত থেকে আপাতত রক্ষা পেয়েছে বঙ্গবাসী। আজ সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশের মুখ ভার। হাওয়া অফিসের সুত্র অনুযায়ী আপাতত মেঘলা আকাশই থাকবে বঙ্গের আকাশে। আগামী ২-৩ বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়।
হাওয়া অফিসের সুত্র অনুযায়ী বঙ্গে এখন দুটি অক্ষরেখার অবস্থান রয়েছে। যেটি উত্তরবঙ্গ এবং ছত্তীসগঢ় এ অবস্থান করছে। এই অক্ষরেখার ফলেই দুই বঙ্গের আকাশে কালো মেঘের আগমন। পাশাপাশি হবে বৃষ্টিও সঙ্গী ৪০-৫০ কিমি বেগে ঝড়। রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বর্ষণ এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে পাহাড় বাসীদের জন্য দেওয়া হয়েছে সতর্কতা।
আরও পড়ুনঃ ডায়াবেটিসে মোক্ষম অস্ত্র এই ফুল! খেলেই থাকবে নিয়ন্ত্রণে
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় মধ্য ভারতের অনেক এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে । আগামী 2-3 দিনের মধ্যে ভারতের বাকি অংশে সর্বোচ্চ তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেও জানানো হচ্ছে । আইএমডি জানিয়েছে, আগামী ৫ দিনে ভারতে কোনো তাপপ্রবাহের অবস্থা নেই । অর্থাৎ এখন দেশবাসীর হিট স্ট্রোক ও গরম বাতাসে ভয় পাওয়ার দরকার নেই ।
আরও পড়ুনঃ Cockroach Farming: সোনার চেয়েও দামি! আরশোলা পালন একটি লাভজনক চুক্তি
আবহাওয়া দফতরের প্রকাশিত আপডেট অনুযায়ী, আজ আর্দ্র বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে কেরালায় তাপ ও অস্থিরতার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর-পশ্চিম ভারতের সমভূমির অনেক অংশে শক্তিশালী পৃষ্ঠের বায়ু ( 30-40 কিমি প্রতি ঘণ্টা) খুব সম্ভাবনা রয়েছে। একই সময়ে, এটি অনুমান করা হয়েছে যে দক্ষিণ হরিয়ানা , উত্তর-পূর্ব রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশের বিচ্ছিন্ন জায়গায় ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে ।
Share your comments