বঙ্গে শুরু হতে চলেছে গরমের ইনিংস। গরমের শুভ আগমন হবে তাপপ্রবাহের হাত ধরে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। চৈত্রের শুরুতেই রাজ্যে চলবে গরমের স্পেল। নতুন বছর শুরু হবে ৪০ ডিগ্রি তাপমাত্রা নিয়ে।
হাওয়া অফিস সুত্রের খবর ১০ থেকে ১৫ই এপ্রিল রাজ্য জুড়ে বইতে পারে তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁসানি শুরু বঙ্গ জনজীবনের।দক্ষিনবঙ্গে আকাশ থাকবে পরিষ্কার। আস্তে আস্তে বাড়বে তাপমাত্রা। কিছু জেলায় থাকবে আংশিক মেঘলা আকাশ।
উত্তরবঙ্গেও আকাশ আপাতত পরিষ্কার। উত্তরবঙ্গে মালদা এবং দুই দিনাজপুর জেলায় বইবে তাপপ্রবাহ।
Share your comments