সামনেই দোল কিন্তু তার আগেই মঙ্গলবার রাত থেকেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে বৃষ্টি।সুত্রের খবর, শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে।দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলিও। এর সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই কলকাতা সহ ৯ জেলায় হলুদ সতর্ক জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। একই সাথে বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পাল্লা দিয়ে নামবে পারদ মাত্রাও। তবে সপ্তাহান্তে খানিকটা কমবে বৃষ্টির দাপট।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?
চলতি সপ্তাহে আগামী ২২ মার্চ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতায়। শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতায়। এর সঙ্গে বিক্ষিপ্ত ভাবে ৫০ - ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার পর্যন্ত একই রকম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবারের পর থেকে আবহাওয়া পরিবর্তন হবে।
আরও পড়ুনঃ Today Weather : সরস্বতী পূজোর আগে এই ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে?
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কয়েকটি এলাকা। বৃষ্টির জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের বাকি জেলাগুলিও ভিজতে পারে হালকা বৃষ্টিতে।
শুক্রবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার পাশাপাশি দক্ষিণের উপকূলবর্তী উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি এলাকা।
আরও পড়ুনঃ সরস্বতী পূজোয় বৃষ্টির ঝোরো ব্যাটিং, আট জেলায় জারি হলুদ সর্তকতা
সতর্কতা জারি করা হয়েছে উত্তরের একাধিক জেলাতেও। বুধবার বৃষ্টির কারণে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের সমস্ত জেলা। তবে বৃষ্টির ফলে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না।
Share your comments