ভারতের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর । আইএমডি পূর্বাভাস দিয়েছে যে এবার বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে আইএমডি এ তথ্য জানিয়েছে। আইএমডি জানিয়েছে যে মৌসুমি বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হবে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই বছর বর্ষার আগে ‘এল নিনো’ পরিস্থিতির প্রভাব তেমন না-ও থাকতে পারে। ‘লা নিনা’-ও দুর্বল থাকতে পারে। সচরাচর এমন পরিস্থিতি থাকলে, বৃষ্টিপাতের সহায়ক পরিবেশ তৈরি হয়। আইএমডি ১৯৭১ থেকে ২০২০ সাল পর্যন্ত কয়েক বছরের বর্ষার রেখচিত্র পর্যবেক্ষণ করে জানিয়েছে, ‘লা নিনা’ সক্রিয় ছিল এমন ২২টি বছরের মধ্যে ২০টিতে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছিল। ব্যতিক্রম ছিল কেবল ১৯৭৪ এবং ২০০০ সাল।
আরও পড়ুনঃ অসনি সংকেত!আগামী কয়েকদিন হুহু করে বাড়বে তাপমাত্রা
কত বৃষ্টি হবে?
আইএমডির মতে, এ বছর বৃষ্টিপাত হবে ১০৪ শতাংশ, যা স্বাভাবিকের চেয়ে বেশি। বর্ষায় বৃষ্টিপাত ৯০ শতাংশের কম হলে তাকে কম বৃষ্টিপাত বলা হয়। একইভাবে, ৯০ থেকে ৯৬ শতাংশ বৃষ্টিপাত স্বাভাবিকের কম হিসাবে রেকর্ড করা হয়েছে, ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টিপাত স্বাভাবিক হিসাবে রেকর্ড করা হয়েছে, ১০৪ থেকে ১১০ শতাংশ বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি এবং ১১০ -এর বেশি বৃষ্টিপাত অতিরিক্ত বর্ষা হিসাবে রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ ছাড়া সব জায়গায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে।
আরও পড়ুনঃ আগামী ২৪ঘন্টায় ফের চড়বে তাপমাত্রার পারদ, বৃষ্টির পূর্বভাস পাঁচ জেলায়
কিছু দিন আগে গ্রীষ্মে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। এই বছর গোটা গরমকাল জুড়েই দেশে লোকসভা নির্বাচন চলবে। তাই আবহাওয়া দফতরের ঘোষণায় অনেকেই আশঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে হাওয়া অফিসের নতুন ঘোষণা অনেককেই স্বস্তিতে রাখল। চাষবাস নিয়েও আশ্বস্ত হওয়ার মতো রসদ পেলেন কৃষকেরা।
Share your comments