আবহাওয়া খবর
Kalbaisakhi rampage Kalbaisakhi! Warning of rain with thunderstorms
Kalbaishakhi তাণ্ডব করবে কালবৈশাখী! বইবে ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা
এবার অন্য বসন্ত। বসন্তের শুরুতেই তীব্র গরমের মুখে পড়েছে গোটা বাংলা। এবার দেখবে কালবৈশাখীর দাপট।
Kalbaishakhi তাণ্ডব করবে কালবৈশাখী! বইবে ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা
এবার অন্য বসন্ত। বসন্তের শুরুতেই তীব্র গরমের মুখে পড়েছে গোটা বাংলা। এবার দেখবে কালবৈশাখীর দাপট। এমনই সতর্কতা দিচ্ছে আবহাওয়া অফিস। কিছু জেলায় চড়বে তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া সুত্রের খবর আগামী সপ্তাহে ১৬ এবং ১৭ই মার্চ গোটা বঙ্গ দেখবে কালবৈশাখীর তাণ্ডব। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহের শুরুতে আকাশ পরিষ্কার থাকলেও আসল খেলা শুরু হবে মঙ্গলবার থেকে।
বুধবার সকাল থেকে আকাশ মেঘলা থাকবে পশ্চিমের জেলাগুলিতে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে একাধিক জেলায়। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে হবে ঝেঁপে বৃষ্টিপাত।
বুধবার আবহাওয়ার তারতম্যের কারণে এদিন তাপমাত্রা কিছুটা কমবে। এরপর দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকাল থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং , কালিম্পং , আলিপুরদুয়ার , কোচবিহার ও জলপাইগুড়ি এই ৫ জেলায় রয়েছে তালিকায়।
আরও পড়ুনঃ আলুর বন্ডের দাবিতে ডুয়ার্স কোল্ড স্টোরেজে বিক্ষোভ আলু চাষিদের
কৃষি-সাংবাদিকতায় আপনার
প্রিয় পৃষ্ঠপোষক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা। মানসম্পন্ন কৃষি সাংবাদিকতা সরবরাহ করা এবং গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং লোকদের কাছে পৌঁছানোর জন্য আমাদের আপনার সমর্থন দরকার।
প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।
এখনই অবদান রাখুন
Published On: 12 March 2023, 06:00 PM
English Summary: Kalbaisakhi rampage Kalbaisakhi! Warning of rain with thunderstorms
Share your comments