কয়েক ঘন্টার মধ্য়ে আসতে চলেছে কালবৈশাখী,স্বস্তীর নিস্বাস ফেলতে চলেছে রাজ্য়বাসী

সূর্যের ব্য়পক দহন থেকে রক্ষা পেতে চলেছে বঙ্গবাসী। কিছুক্ষণের মধ্য়েই একাধিক জেলায় কালবৈশাখীর আছড়ে পরতে চলেছে....

KJ Staff
KJ Staff
প্রতীকি ছবি

সূর্যের ব্য়পক দহন থেকে রক্ষা পেতে চলেছে বঙ্গবাসী। কিছুক্ষণের মধ্য়েই একাধিক জেলায় কালবৈশাখীর আছড়ে পরতে চলেছে। যার জেরে সপ্তাহভরের দহন থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা গুলির বাসিন্দারা। আবহাওয়া দপ্তর সুত্রের খবর অনুযায়ী, ঘন্টা খানেকের মধ্যেই তুমুল ঝড় বৃষ্টির শুরু হতে পারে কিছু জেলায় ।

গত কয়েক সপ্তাহ ধরেই সূর্যের প্রকট তাপপ্রবাহ সহ্য় করছে রাজ্য়বাসী।  পশ্চিমের জেলাগুলি তো বটেই কলকাতা ও লাগোয়া এলাকাতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে । পশ্চিমভারত থেকে আসা শুষ্ক ও উষ্ণ বাতাস বাধাহীনভাবে প্রবেশ করছে দক্ষিণভারতে। যার ফলে বইছে তাপপ্রবাহ। ব্যাপক ঘামের সাথে তীব্র অস্বস্তিতে ভুগছেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার! বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতকর্তা, কি বলছে হাওয়া অফিস

এরই মধ্যে এল সুখবর। উপগ্রহ চিত্র বলছে, বৃহস্পতিবার বাঁকুড়া ও ঝাড়গ্রামের আকাশে তৈরি হয়েছে মেঘ । যার জেরে ওই দুই জেলার বেশ কিছু এলাকায় ইতিমধ্যে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। আনন্দের খবর হল শুধু ঝড় বৃষ্টি নয়। ঝড় বৃষ্টির  সাথে কিছু এলাকায় শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ বিকেল ও সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমের একাংশে কালবৈশাখী বয়ে যেতে পারে। কালবৈশাখী প্রভাবে তুমুল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এই জেলাগুলোতে। তবে খারাপ খবর হল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে এখনই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি মরশুমে এখনো একটিও কালবৈশাখী দেখেনি কলকাতা ও লাগোয়া জেলাগুলি। এখন দেখার কবে সেই সাধ পূর্ণ হয়।

আরও পড়ুনঃ বর্ষা 2022: বর্ষার আগমন খরিফ ফসলের উপর কীভাবে প্রভাব ফেলবে?

স্বস্তির ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। তবে ২ তারিখ পর্যন্ত বাঙালিকে গরমের তীব্র দহন সহ্য করতে হবে । আবহাওয়ার পূবার্ভাস বলছে মে মাসের ২ তারিখ থেকে কলকাতায় মুখ ভার করবে আকাশের। বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। স্বস্তির নিঃশ্বাস ফেলবে বাঙালি।

Published On: 29 April 2022, 11:53 AM English Summary: Kalbaishakhi is coming in a few hours, the people of the state are about to breathe a sigh of relief

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters