কৃষিজাগরন ডেস্কঃ সপ্তাহের শুরুতেও বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া? কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে শহরের কোনও কোনও অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা বাড়ায় সরাদিনই চূড়ান্ত অস্বস্তি বজায় থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। কাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে হয়েছে ৯৫ শতাংশ।
দক্ষিণবঙ্গে আপাতত অস্বস্তিকর গরম বিরাজ করছে। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা গেছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৩-৪ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ পূজোর আগে বৃষ্টির পূর্বাভাস,দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দু-এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। কিন্তু স্বস্তি ফিরবে না। বরং বাড়বে ঘাম। বাড়বে অস্বস্তিও। অন্যদিকে, আজ মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং জেলায়। কাল থেকে বৃষ্টি কমবে। বাড়বে তাপমাত্রা। বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস আজ থেকেই গোটা রাজ্যে কমবে বৃষ্টির পরিমাণ। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অক্ষরেখা (Weather forecast) তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। যার জেরে পুজোর আগে আবারও একবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকুলের জেলাগুলিতে।
আরও পড়ুনঃ কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস,কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?
নিম্নচাপ তৈরি হলে আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় শুক্রবার থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। এবং শনিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনাপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
Share your comments