দক্ষিণ-পশ্চিম বর্ষা (Monsoon 2021) পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে প্রবল সক্রিয় হয়ে রয়েছে। স্বাভাবিক সময়ে বর্ষা আসায় এবারে পরিস্থিতি অনুকূল হয়ে উঠছে। আশা করা হচ্ছে, জলবায়ু অনুকূল থাকায় এবারে খারিফ মরসুমে (Kharif Season Cultivation) কৃষকভাইরা চাষাবাদ কার্য পরিচালনা সুচারু রূপে সম্পাদন করতে পারবেন।
বেশ কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Light to moderate rainfall in several states) -
আবহাওয়া ব্যুরো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা –এই ৭ টি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
কোঙ্কন এবং গোয়ার বিচ্ছিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মহারাষ্ট্র, গুজরাট, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিম এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের।
বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পৃথকভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। রাজস্থানের কয়েকটি জায়গায় এখনও হিট ওয়েভের সম্ভবনা রয়েছে। সমগ্র পশ্চিম রাজস্থানে এই উত্তাপের তীব্রতা অব্যাহত থাকবে। এখনও পর্যন্ত সবচেয়ে উষ্ণতম স্থান বিকানের, সর্বাধিক তাপমাত্রা ৪৬.২ সেন্টিগ্রেড।
দেশব্যাপী আবহাওয়া (Nation wide weather) -
রাজধানী দিল্লীতে সর্বাধিক তাপমাত্রা আজ এবং আগামীকালও ৪০ ডিগ্রির নীচে থাকবে এবং হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লী, রাজস্থান, ঝাড়খণ্ড, পশ্চিম রাজস্থান, পশ্চিমবঙ্গ, পশ্চিম মধ্য প্রদেশ এবং কেরালায় অনেকগুলি জায়গায় স্বাভাবিক তাপমাত্রা ১ ডিগ্রি সেন্টিগ্রেড ৩ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে।
আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, আগামী ২ দিনের মধ্যেই মহারাষ্ট্রের অভ্যন্তরে, কর্ণাটক এবং তেলঙ্গানার বেশ কিছু অংশে ও উপকূলীয় অন্ধ্র প্রদেশের আরও কিছু অংশে দক্ষিণ-পশ্চিম বর্ষার প্রভাবে বৃষ্টিপাত হতে চলেছে।
আজ এবং কাল ঝোড়ো হাওয়া সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কান ও গোয়া এবং সিকিম, আসামে ইত্যাদি রাজ্যে বিচ্ছিন্ন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
আরও পড়ুন - Weather Forecast - সকাল থেকেই মেঘলা আকাশ, কেমন থাকবে আজকের আবহাওয়া, দেখে নিন একনজরে
এছাড়া রাজস্থান, বিহার, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, উত্তর অভ্যন্তর কর্ণাটক এবং রায়লসিমা এই অঞ্চলগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। অর্থাৎ সারা দেশ জুড়েই চলবে বিক্ষিপ্ত দৃষ্টিপাত।
মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা -
দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম আরব সাগর, দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর, উত্তর আন্দামান সাগর ও মান্নার উপসাগর জুড়ে ঝোড়ো বাতাস বইবে বলে সতর্কতা জারি করা হয়েছে। জেলেদের এই অঞ্চলগুলির উপর দিয়ে সমুদ্রের দিকে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন - Latest Weather Forecast - আগামীকাল থেকে কমছে বৃষ্টির পরিমাণ, রাজ্য পুনরায় তাপপ্রবাহ
Share your comments