কৃষিজাগরন ডেস্কঃ সপ্তাহের শেষে শনি ও রবিবারের পর, সপ্তাহের শুরুতেও বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া? মহানগরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৮৫ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৪ মিলিমিটার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৮ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশ সাধারণ মেঘাচ্ছন্ন থাকার কথা। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুনঃ সপ্তাহের শেষেও রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভনা, কেমন থাকবে আজকের আবহাওয়া ?
সোমবার সকালের মধ্যেই জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারে হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ও বৃহস্পতিবারেও চলতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ এখনই কমার সম্ভবনা নেই বৃষ্টির,তবে কি বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে ?
আপাতত কোনও নিম্নচাপ নেই। কাজেই আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে, বাড়বে তাপমাত্রা, সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে দক্ষিণবঙ্গে। পাশাপাশি থাকবে রোদের তেজও। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে- এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Share your comments