কলকাতায় ক্রমেই বাড়ছে তাপমাত্রা। ফলে শীতের আমেজ থেকে বঞ্চিত হতে হচ্ছে শহরবাসিকে। ডিসেম্বরের শেষ সপ্তাহে শহরের তাপমাত্রার সূচক এসে থামল ১৮ ডিগ্রি সেলসিয়াসে। ২৪ ঘণ্টায় প্রায় ১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাড়ল তাপমাত্রা।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতের দাপট গত কয়েক দিন ধরেই কিছুটা কমের দিকে । সোমবার সকালে একধাক্কায় আরও এক ডিগ্রি বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুনঃ TET Exam Result 2021: দীর্ঘ প্রতিক্ষার পর প্রকাশিত হল টেট পরীক্ষার ফলাফল
সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকলেও সোমবার আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই ।
শনিবারই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, সোমবার থেকেই আকাশ মেঘলা থাকবে। বিহারের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝর প্রভাবে সমুদ্র থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বলে জানিয়েছিলেন আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়। যার প্রভাবে ডিসেম্বরের শেষ সপ্তাহে তাপমাত্রা দু’এক ডিগ্রি বাড়তে পারে বলেও জানিয়েছিল হাওয়া অফিস।
আরও পড়ুনঃ কেন বিশ্বের ৯০ শতাংশ মানুষ ডান হাতে লেখেন এবং ১০ শতাংশ মানুষ বাম হাতে লেখেন জানেন ?