তাপমাত্রার খামখেয়ালিপনায় চিন্তা বাড়ছে বঙ্গবাসীর।বিশেষ করে বাঙালীর প্রেমদিবসে বৃষ্টি হবে কিনা তা নিয়ে চিন্তার অন্তনেই।গত কয়েকদিন ধরে কখনও বৃষ্টি, কখনও মেঘ, কখনও আবার ঠান্ডা। প্রকৃতির এই লুকোচুরি কিছুতেই ভেদ করা যাচ্ছে না।সরস্বতী পূজো নিয়ে আনন্দে মেতে থাকে স্কুল পড়ুয়ারা।এখন তাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।কারন যেভাবে শীতের মরসুমে বৃষ্টি দাপট দেখাচ্ছে তাতে চিন্তা বৃষ্টিতে পুজো না পন্ড হয়ে যায়।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতের আমেজ আগেই শেষ হয়ে গিয়েছে। বেড়েছে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা।তবে এখন বঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন,সরস্বতী পূজোর সময় আদৌ শীত থাকবে নাকি বৃষ্টিতে সব মাটি হবে তা নিয়ে। কারন সরস্বতী পুজোর সময় হালকা শীতের আমেজ বরাবরই থাকে।কিন্তু আবহাওয়ার যা পরিস্থিতি তাতে সরস্বতীর পূজোর সময় শীত থাকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে,উল্টে চোখ রাঙাচ্ছে।
আরও পড়ুনঃ পাকাপাকি ভাবে বিদায় নিচ্ছে শীত,বড় আপডেট হাওয়া অফিসের
তবে হাওয়া অফিস কিছুটা আশার আলো জাগাচ্ছে বঙ্গবাসীর মনে।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ধীরে-ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহের শেষে সাময়িক ভাবে ফিরতে পারে ঠান্ডা।কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে পারদ। দিনের বেলায় তাপমাত্রা আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি।
আজ উত্তরের আবহাওয়া কেমন থাকবে ?
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ভ্রুকুটি দেখা দিচ্ছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং-এ বৃষ্টি হতে পারে।সঙ্গে শীলা বৃষ্টির সম্ভবানা রয়েছে দার্জিলিং ও কালিম্পং-এ ।উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আপতত কুয়াশাচ্ছন্ন থাকবে।আগামী তিন দিন কমতে পারে তাপমাত্রা। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
আরও পড়ুনঃ ফের বৃষ্টির চোখরাঙানি এই চার জেলায়, হালকা ভিজতে পারে কলকাতা
একনজরে দেখে নেওয়া যাক আজ কলকাতায় আবহাওয়া কেমন থাকবে ?
আজ কলকাতায় মেঘলা আকাশ থাকবে।তবে আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী বৃষ্টি হওয়ার কোনও সম্ভবনা নেই।কলকাতায় গায়েব শীতের আমেজ।গরমে অস্বস্থি বাড়তে পারে কলকাতাবাসীর।তবে তপমাত্রা হালকা কমতে পারে।হাওয়া অফিস সুত্রে খবর,আগামী দুদিন তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী আগামী তিন দিন দক্ষিনবঙ্গের তাপমাত্রা বদলের কোনও সম্ভবনা নেই। সপ্তাহের শেষে কিছুটা কমতে পারে তাপমাত্রার পারদ।আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।আগামী দুই দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে।বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ।মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছিল। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে।কিন্তু, বুধবার থেকে পরিষ্কার থাকবে আকাশ।আপাতত তাপমাত্রার বিশেষ কোনও হেরফেরের সম্ভাবনা নেই।
Share your comments