কৃষিজাগরণ ডেস্কঃ দুর্গাপুজোর আগে আর হাতে গোনা কয়েক সপ্তাহ। কেনাকাটা পুরোদস্তুর চালু হয়ে যাওয়ার কথা। এমন সময়ে কী রকম থাকবে কলকাতার আবহাওয়া? হাওয়া অফিস জানাচ্ছে, বাতাসে ক্রমশ বাড়ছে আর্দ্রতার পরিমাণ। এর জেরে বাড়ছে অস্বস্তিও। মেঘলা থাকার সম্ভাবনা । কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।
তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি রয়েছে এবং তাপমাত্রাও স্বাভাবিকের উপরে। তাই আর্দ্রতা জনিত অস্বস্তি যথেষ্ট ভোগাবে।
আরও পড়ুনঃ উত্তরে ভারী বৃষ্টির সম্ভবনা,কেমন থাকবে আজকে রাজ্যের আবহাওয়া?
বুধবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলেছে। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে? সংশয় থাকছে।
আরও পড়ুনঃ কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস,কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?
প্রসঙ্গত, চলতি মাসের ১০ তারিখ থেকে একের পর এক নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হয়েছে। উত্তাল থেকে সমুদ্রও। তবে এখন নতুন করে ফের ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে অনেকটা উত্তরে সরে গিয়েছে এবং বর্তমানে হিমালয়ের কাছাকাছি অবস্থান করছে। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আগামী কয়েকদিনে কিছুটা বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Share your comments