কৃষিজাগরন ডেস্কঃ আজ মঙ্গলবার মাঘের প্রথম দিন। রবি ও সোমবার ঠান্ডার দাপট মঙ্গলবার থেকেই প্রায় উধাও। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।আগেই রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।তবে বঙ্গবাসীর ধারনা ছিল মাঘ মাসের গোড়া থেকেই জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। তবে বঙ্গবাসীদের মনের আশা ভঙ্গ করে হাওয়া অফিস জানাল যে, আগামী দু’দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে।
বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে রাজ্যে। এর জেরে আগামী ৩ দিন বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম।
আরও পড়ুনঃ পৃথিবীর উষ্ণতম বছরের রেকর্ড গড়ল ২০২৩,গড় তাপমাত্রা বাড়ল ১.৪৮ ডিগ্রি
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার থেকেই নতুন করে উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে। এছাড়া দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উভয়ের প্রভাবে পূবালী হাওয়ার দাপট বাড়বে। বৃষ্টি শুরু হবে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুনঃ Bengal Weather Update: জাঁকিয়ে ঠান্ডা! বাংলার কৃষকদের জন্য জারি করা হল নয়া কৃষি পরামর্শ
উত্তরবঙ্গের আবহাওয়া
চলতি সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পঙেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলাতে হতে পারে তুষারপাতও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৭ এবং ১৮ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে।
দক্ষিনবঙ্গে আজকের আবহাওয়া
১৬ জানুযারি মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি। সকালের দিকে তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রির আশেপাশে। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টি হতে পারে।
Share your comments