কৃষিজাগরণ ডেস্কঃ কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা। বইছে উত্তুরে হাওয়া। রোদের দেখা মিললেও গায়ে লাগছে না তাপ। নতুন বছরের শুরুতে জাঁকিয়ে শীত তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ক’দিন এমনই খেল দেখাবে শীত।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। রাতারাতি তাপমাত্রা ২ ডিগ্রি কমে যাওয়ার কারণে শীতে কাবু তিলোত্তমা। কাজেই শীতপ্রেমী মানুষ দারুন উপভোগ করছে শীতের এই ঝোড়ো ব্যাটিং। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল যে, শুক্রবার রেকর্ড পারদ পতন হবে। তেমনটাই হল। পাশাপাশি আগামী ৫-৬ দিন বঙ্গে জাঁকিয়ে শীত থাকবে।
আরও পড়ুনঃ পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত, আগামী ক’দিন শীতের আমেজ রাজ্যজুড়ে, জানুন পূর্বাভাস
চলতি মরশুমে আদতে শীতের দেখা মিলবে কি না, তা নিয়ে সংশয়ে ছিল রাজ্যবাসীর। কারণ ডিসেম্বরের শেষ সপ্তাহেও শীতের দেখা মেলেনি। উলটে বেশ অস্বস্তিজনক আবহাওয়া ছিল। তবে জানুয়ারির শুরুতেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি জেলার তাপমাত্রা নেমে গিয়েছে, ৭-৮ ডিগ্রির নিচে। শনিবার পর্যন্ত জেলায় জেলায় বজায় থাকবে এই শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে খবর। তবে রবিবার থেকে বদলাবে আবহাওয়া। কিন্তু এতেই শীতের হাত থেকে মুক্তি মিলবে না। ফলে আগামী সপ্তাহেও শীতে জবুথবু হতে হবে রাজ্যবাসীকে।
আরও পড়ুনঃ একধাক্কায় পারদ পতন, শীতের অনুভূতি রাজুজুড়ে! কেমন থাকবে আজকের আবহাওয়া?
পুরুলিয়া জেলার তাপমাত্রা নেমে গিয়েছে ৬ ডিগ্রি সেলসিয়ায়ে। বাঁকুড়া জেলার তাপামাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে। আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Share your comments