এখনও চৈত্র মাস শেষ হয়নি,কিন্তু তার আগেই গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। কয়েক দিন থেকেই সকাল থেকে চাঁদিফাটা গরম এবং অস্বস্তিকর পরিবেশে কাবু হয়ে পড়েছে সারা রাজ্যবাসী।সূত্রের খবর,এই সপ্তাহের শেষেই কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ ডিগ্রির ঘরে। বুধবার থেকে রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গরমের শুরুতেই অতিষ্ট বঙ্গবাসী এখন অধীর আগ্রহে বৃষ্টির জন্য অপেক্ষা করছে।তবে আগামী দুদিন বৃষ্টির সম্ভবনা না থাকলেও জানা গিয়েছে, সপ্তাহান্তে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?
সপ্তাহের শুরুতেই কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।অস্বস্তি বাড়তে পারে। সঙ্গে থাকবে ভ্যাপসা গরমও।রাতের তুলনায় দিনের তাপমাত্রা বাড়তে পারে শহর কলকাতায়। বৃষ্টিপাতের সম্ভাবনা কার্যত নেই। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুনঃ বসন্তে বৃষ্টির ঝোরো ব্যাটিং, ৯ জেলায় জারি হলুদ সতর্কতা
আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ থেকে ৪২ ডিগ্রিতে। দিনের বেলার তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। আজ বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।
আরও পড়ুনঃ সরস্বতী পূজোয় বৃষ্টির ঝোরো ব্যাটিং, আট জেলায় জারি হলুদ সর্তকতা
সকাল থেকে বিকেল পর্যন্ত তাপপ্রবাহ চললেও বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকা শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে।
Share your comments