কৃষিজাগরন ডেস্কঃ আপাতত আর্দ্রতা জনিত অস্বস্তি অবশ্য ভোগাবে রাজ্যবাসীকে। আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্লাবিত হতে পারে নিচু এলাকা। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনজরে আজকের আবহাওয়া।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ বাতাসে ক্রমশ বাড়ছে আর্দ্রতার পরিমাণ,কী রকম থাকবে আজকে কলকাতার আবহাওয়া ?
আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল আটটার পর থেকেই থাকবে বাড়বে ঘামের সমস্যা। শহরে সকালের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেড়ে ২৮.৫ ডিগ্রি হয়েছে।
আরও পড়ুনঃ উত্তরে ভারী বৃষ্টির সম্ভবনা,কেমন থাকবে আজকে রাজ্যের আবহাওয়া?
বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এই মরশুমের গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে স্বস্তিতে কেটেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীর৷ তবে যেই দু -তিন ধরে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে তাতেই ফের একবারে দুঃসহ আবহাওয়া।
Share your comments