হেমন্তের হিমেল হাওয়া কুয়াশার চাদর জড়িয়ে বঙ্গে প্রবেশ করলেও শীত কিন্তু সেভাবে পড়েনি। দক্ষিণ ভারতের ঘূর্ণিঝড় মনদৌস রাজ্যে প্রবেশ না করলেও, ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে প্রবেশ করেছে প্রচুর পরিমানে জলীয় বাষ্প। যার ফলে রাজ্যের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই বেড়েছে।
রবিবার শহর কলকাতায় সকালের দিকে শীত শীত অনুভূত হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ৯০ শতাংশ। এদিন সর্বাধিক ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ১৮ ডিগ্রির আসে পাশেই থাকবে।
আরও পড়ুনঃ মৎস্যজীবীদের আধুনিক প্রযুক্তি শেখাতে কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থানের ‘অন্যরকম’ প্রয়াস
রাজ্যে জাঁকিয়ে শীত কবে?
শীত প্রেমীরা মূলত হাড় কাঁপানো ঠাণ্ডার অপেক্ষায়। এরই মধ্যে গত শুক্রবার পারদ নেমেছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল বঙ্গের শীতলতম দিন। আর তারপরই শীত উধাও। আবহাওয়া দফতর সুত্রে খবর, আগামী ৫ দিন রাতের তাপমাত্রা সেভাবে হেরফের হবে না। আগামী কয়েকদিন ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গে। ফলে এই কয়েক দিন জাঁকিয়ে ঠান্ডা অধরাই। গাঙ্গেও পশ্চিমবঙ্গের কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে। তবে আগামী ৫ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে। এক ধাক্কায় অনেকটাই নামতে পারে রাজ্য়ের মনে করছে আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড় মনদৌসের এই মুহূর্তে কি অবস্থা?
মনদৌস মহাবলিপুরম পার করেছে গতকালই অর্থাৎ শনিবার। রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়ের পাশাপাশি কৃষ্ণগিরি, ধর্মপুর, সালেমেও এর প্রভাব পড়তে চলেছে। চলবে ভাড়ী বৃষ্টিপাত। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Share your comments