অসময়ের বর্ষাকাল পিছু ছাড়ছে না বাংলার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং এবং কালিম্পঙে।এর মধ্যে কালিম্পঙের কোথাও কোথাও এ দিন শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পৌষ সংক্রান্তির পর আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছিল বঙ্গে। ঠান্ডা শীতের আমেজ উপভোগ করছিল বঙ্গবাসী।তবে তার মাঝে হয়েছে কয়েক পশলা বৃষ্টি।আজ শুক্রবার সকাল থেকে ফের আকাশের মুখ ভার।শীতের আমেজ যেন কপূরের মত উবে গিয়েছে। আজ কলকাতার তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। হতে পারে বৃষ্টি।একনজরে দেখে নেওয়া যাক আজ গোটা রাজ্যে কেমন থাকবে আবহাওয়া।
আরও পড়ুনঃ উধাও শীতের আমেজ, বৃষ্টির দাপট রাজ্যে,জারি সতর্কতা
কোন-কোন জেলায় চলবে বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২ ফেব্রুয়ারি কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বৃষ্টি হতে পারে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে।কোনও জেলায় বৃষ্টি হবে না। এদিকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা ওপরে থাকবে। তাই শীতের আমেজ সেভাবে অনুভূত হবে না।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আগামী আরও দু'দিন হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং, মালদা ও দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার উত্তরের প্রতিটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কতে পারে। কালিম্পং এবং দার্জিলিঙে শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ বঙ্গে আসতে চলেছে গ্রীষ্মের দাবদাহ,তবে কী রাজ্য থেকে বিদায় নিল শীত ?
শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডা পড়ার আর ইঙ্গিত নেই। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। সে ক্ষেত্রে, তাপমাত্রা কমলেও ঠান্ডার ঝোড়ো ব্যাটিং এই মরসুমে আর দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে।
Share your comments